বিনোদন

আলাপন

‘এবার আর বাইক চালাতে চাই না’

কামরুজ্জামান মিলু

২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ১০:৩৯ পূর্বাহ্ন

জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিতে সিঁথি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন পূর্ণিমা। আর সে সূত্রে অল্প বয়সে রূপালি পর্দায় নায়িকা হিসেবে ঝলমলে এক অভিষেক হয়েছিল তার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া তার এ প্রথম ছবিতে পূর্ণিমা নায়ক হিসেবে পান রিয়াজকে। এরপর ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘মেঘলা আকাশ’, ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, টাকা’, ‘সুভা’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘মাটির ঠিকানা’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। ২০১০ সালে কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মাঝে কিছু সময় চলচ্চিত্র থেকে দূরে থাকলেও পূর্নিমা এখন আবারো নিয়মিত কাজ করছেন। বর্তমানে নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি ছবিতে অভিনয় করছেন তিনি। এবারের কোরবানি ঈদে ছোটপর্দার বিশেষ নাটকেও অভিনয় করেছেন পূর্ণিমা। ঈদে মিজানুর রহমান আরিয়ানের ‘সাবলেট’ নাটকে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। পূর্ণিমা বলেন, ঈদের পঞ্চমদিন বাংলাভিশনে ‘সাবলেট’ নাটকটি প্রচারের পর বেশ সাড়া পেয়েছি। এবারের ঈদে এই একটি কাজই করা হয়েছিল আমার। নাটকের ভাবনাটা অন্যরকম, গল্পটিও বেশ সুন্দর ছিল। দর্শকদের কাজটি ভালো লেগেছে জেনে আমারও ভালো লেগেছে। এদিকে পূর্ণিমা গতকাল থেকে আরেকটি বিষয় নিয়ে বেশ আনন্দিত। তা হচ্ছে খুব অল্প সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখের বেশি। তিনি এ প্রসঙ্গে বলেন, অনেক তারকার চেয়ে আমার ফলোয়ার সংখ্যা কম। তারপরও এতে আমি অনেক খুশি। কারণ খুবই অল্প সময়ে ইনস্টাগ্রামে আমার ফলোয়ার সংখ্যা বেড়েছে। ছবি, ভিডিও শেয়ারের জনপ্রিয় এ মাধ্যমটিতে আমি এখন নিয়মিত। এখানে বর্তমানে আমার অনুসরণকারীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এটা জেনে খুব ভালো লাগছে। আমাকে যারা অনুসরণ করছেন, তাদের সবাইকে এজন্য আন্তরিক ধন্যবাদ। সত্যিই এটি আমার জন্য বিশাল পাওয়া। অভিনয়ের পাশাপাশি আরটিভিতে প্রচারিত পূর্ণিমার উপস্থাপনায় ‘এবং পূর্ণিমা’ শীর্ষক অনুষ্ঠানটি দর্শকরা বেশ পছন্দ করেছিলেন। উপস্থাপনাতেও সাবলীল এক পূর্ণিমাকে পেয়েছিলেন তারা। এদিকে প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী কথাচিত্রের ব্যানারে নির্মাণ হচ্ছে ‘জ্যাম’ ছবিটি। এ ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। ছবিটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। এরইমধ্যে নেয়ামূলের পরিচালনায় ‘গাঙচিল’ ছবির কাজ আবার শুরু করতে যাচ্ছেন পূর্ণিমা। এ প্রসঙ্গে তিনি বলেন, মাঝে দুই ধাপ কাজের পর এ ছবির কাজ চলতি মাসের শেষদিকে নোয়াখালিতে আবার শুরু হতে যাচ্ছে। ছবিটিতে আমার বিপরীতে ফেরদৌস অভিনয় করছেন। এতে আমার চরিত্রের নাম মোহনা। নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দাদের জীবনের নানা ঘটনা এ ছবির প্রধান উপজীব্য। এই অঞ্চলে এনজিওকর্মী হিসেবে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আর ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন। এ ছবিতে শুটিং করার সময় বাইক চালানোর দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। এবার কি আবার বাইক চালানোর দৃশ্য আছে? জবাবে পূর্ণিমা বলেন, এবার আর বাইক চালাতে চাই না। আমার দৃশ্যগুলো ডামি শটে নিবেন পরিচালক। গতবারের অভিজ্ঞাতাটা সত্যিই অনেক খারাপ ছিল। এবার ভালোভাবে কাজটি শেষ করতে চাই। এ ছবির কাজ শেষে ‘জ্যাম’ এর কাজ শুরু করতে চান পূর্ণিমা। তিনি বলেন, দুটি ছবির পরিচালক একজনই। তাই শিডিউল মিলিয়ে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ছবির কাজ টানা করবো। আর টিভি নাটকে আবার কবে দেখা যাবে জানতে চাইলে তিনি বলেন, সামনে শীতে আবার কিছু টিভি নাটকে কাজ করার ইচ্ছে আছে। আপাতত দুটি ছবির অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status