খেলা

শুক্রবার শুরু মামুনুলদের প্রস্তুতি ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার

২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ৯:৩৫ পূর্বাহ্ন

কাতারে অনুষ্ঠেয় ২০২২ বিশ্বকাপের বাছাই পর্ব সামনে রেখে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। প্রধান কোচ জেমি ডে’র উপস্থিতিতে গতকাল ধানমন্ডিতে বাফুফে ন্যাশনাল টিমস কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। এগুলো হলো- প্রশিক্ষণ ক্যাম্প শুরু করা, চূড়ান্ত দল ঘোষণা ও আফগানিস্তান ম্যাচ সামনে রেখে তাজিকিস্তান সফরে দিনক্ষণ ঠিক। বাফুফে সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান নাবিল আহমেদ বলেন, ‘আগামী ২৩শে আগস্ট ক্যাম্প শুরু হবে। এএফসি কাপের কারণে আবাহনী লিমিটেডের খেলোয়াড়রা ক্যাম্পে পরে যোগ দেবে। কোচরা চলে এসেছেন। মিটিংয়ে তারাও ছিলেন। শুরুর দিকে ক্যাম্পে না থাকা আবাহনীর খেলোয়াড়দের এএফসি কাপের পারফরম্যান্স তারা পর্যবেক্ষণ করবেন।’
বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে উঠিয়ে নিজ দেশ ইংল্যান্ডে ছুটি কাটাতে যান জেমি ডে। দুই মাস ছুটি কাটিয়ে গতকাল সাড়ে ১১টায় ঢাকায় ফেরেন তিনি। বিকালে বাফুফে সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের ধানমন্ডির অফিসে চলমান সভায় যোগ দেন জেমি ডে। ইতিমধ্যেই বাফুফে বিশ্বকাপ বাছাইয়ের পর্বের জন্য ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। ক্যাম্প শেষে ৩১শে আগস্ট আফগানিস্তান ম্যাচের জন্যর ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবে বাফুফে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অ্যাওয়ে ম্যাচের নিরপেক্ষ ভেন্যু তাজিকিস্তানে রাজধানী দুশানবেতে আগামী ১০ই সেপ্টেম্বর মাঠে গড়াবে। সেজন্য মামুনুল-জামাল ভূঁইয়ারা আগামী ১লা সেপ্টেম্বর তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন। নাবিল আহমেদ বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি, দল ১লা সেপ্টেম্বর তাজিকিস্তানে রওয়ানা দেবে। সেখানে ৩ ও ৫ই সেপ্টেম্বর স্থানীয় লিগের যে কোনো দুটি দলের দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছি। এ ব্যাপারে ওদের ফেডারেশনের সঙ্গে কথা চলছে। তারা জানিয়েছে ক্লাবগুলো নিশ্চিত করলে আমাদের জানাবে।’ একটু আগেভাগে তাজিকিস্তান যাওয়ার কারণ ব্যাখ্যায় নাবিল আহমেদ বলেন, ‘ওখানে টার্ফে খেলা হবে। একারণে আমরা একটু আগে যাচ্ছি। যাতে করে ছেলেরা টার্ফ, আবহাওয়া, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে। দলের প্রস্তুতির জন্য আমরা সব কিছু করছি।’
২০১৯ সালে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ ফুটবল দলের চারটি ম্যাচ রয়েছে। প্রস্তুতি ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্যেরও সহায়তা কমনা করেন নাবিল আহমেদ। বাফুফে সহ-সভাপতি বলেন, আমাদের সামনে বাছাইয়ের চারটা ম্যাচ। তবে আমরা প্রথম ম্যাচ নিয়ে এ মুহূর্তে ভাবছি। দল ভালো অবস্থানে আছে। কোচরাও বলেছেন তারা জয়ের জন্য আশাবাদী। তবে ছোটখাট অনেক বিষয়ও ম্যাচের ভাগ্য গড়ে দেয়। আল্লাহ সহায় থাকলে আমরা ভালো কিছু পেতে পারি।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status