খেলা

কোহলির সঙ্গে ব্যবধান কমলো স্মিথের

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ৯:৩৪ পূর্বাহ্ন

বল টেম্পারিংয়ের দায়ে গত বছর যখন নিষিদ্ধ হয়েছিলেন স্টিভেন স্মিথ, তখন ৯৮৭ রেটিং নিয়ে টেস্টের শীর্ষ ব্যাটসম্যান তিনি। আইসিসির সর্বকালের সেরা টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তা দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট। স্মিথের সামনে ছিলেন কেবল তার স্বদেশি স্যার ডন ব্রাডম্যান। ১৯৪৮ সালে ৯৬১ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন ব্র্যাডম্যান।
৮৫৭ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ শুরু করেন স্মিথ। দুই টেস্টেই ৫৬ রেটিং পয়েন্ট যোগ করে ফেলেছেন নামের পাশে। চেতেশ্বর পূজারা ও কেন উইলিয়ামসনকে পেছনে ফেলে ৯১৩ রেটিং নিয়ে এখন দ্বিতীয় স্থানে স্মিথ। শীর্ষে থাকা কোহলির চেয়ে মাত্র ৯ পয়েন্টে পিছিয়ে আছেন অস্ট্রেলিয়ার এই ডানহাতি ব্যাটসম্যান। এদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড স্পর্শ করেছেন প্যাট কামিন্স। লর্ডস টেস্ট শেষে কামিন্সের রেটিং ৯১৪। অজিদের সাবেক ডানহাতি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০০১ সালে এই শীর্ষ পয়েন্ট অর্জন করেন। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। ৬৩২ রেটিং নিয়ে তিনি রয়েছেন ২৫তম স্থানে। তামিমের পর রয়েছেন সাকিব আল হাসান (২৮তম), মুশফিকুর রহীম (৩১তম), মাহমুদুল্লাহ রিয়াদ (৩৫তম) ও মুমিনুল হক (৪২তম)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status