বাংলারজমিন

আন্দোলনের মাধ্যমে হারানো গণতন্ত্র ফিরে আনা হবে

বগুড়া প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ৮:২৭ পূর্বাহ্ন

 ‘দেশ নায়ক তারেক রহমান যে উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি দিয়েছেন বগুড়ার নেতৃবৃন্দ শরীরের সব রক্ত বিলিয়ে দিয়ে হলেও উদ্দেশ্য বাস্তবায়ন করবে। হারিয়ে যাওয়া গণতন্ত্র আন্দোলনের মাধ্যমে আবারো ফিরে আনা হবে’। বগুড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেছেন। সোমবার সকাল ১১টায় বিএনপিদলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জেলার আহ্বায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পৌর মেয়র এড. একেএম মাহবুবর রহমান, বিশেষ অতিথি ছিলেন বগুড়া ৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, কে.এম খায়রুল বাশার, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মণি, শামিমা আক্তার পলিন, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গির আলম, আবু হাসান, নুরে আলম সিদ্দিকী রিগ্যান। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারা মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যহার দাবি জানিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার শপথ গ্রহণ করেন নেতৃবৃন্দ। বর্ণাঢ্য আয়োজনে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ওড়ানো হয়। শেষে কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি করা হয়। পরে কেকটি এতিম খানায় দান করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status