বাংলারজমিন

মাগুরায় কোটি টাকার পিয়াজ বীজ পুড়ে ছাই

মাগুরা প্রতিনিধি

২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ৮:১৩ পূর্বাহ্ন

মাগুরা সদরের সাইত্রিশ বাজারে রোববার রাতে চাষিদের নিয়ে সমবায় ভিত্তিক বীজ উৎপাদন ও রপ্তানির জন্য রাখা একটি বীজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মাগুরা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে গেছে গোডাউনের সব বীজ। ওই গোডাউনে রপ্তানির উদ্দেশ্যে রক্ষিত ১৯৪২ জন কৃষকের কমপক্ষে ৫০ কোটি টাকা মূল্যের মোট ৩০৬ টন পিয়াজ বীজ সম্পূর্ণ পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভিয়েতনাম ও থাইল্যান্ডে রপ্তানির উদ্দেশ্যে রাখা ওই বীজের মূল্য ৫০ কোটি টাকার উপরে বলে দাবি করেন কেএমআই ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. কায়েমুজ্জামান। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান জানান, মাঠ পর্যায়ের কৃষকদের মাঠ সদস্য হিসেবে বিনামূল্যে বীজ ও উৎপাদন খরচ দিয়ে আমেরিকান কিং জাতের এ পিয়াজ বীজ উৎপাদন করা হয়। ২০১৬ সাল থেকে কৃষকরা এ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। গোডাউনে বীজ সংরক্ষণের পর সিজনে বিক্রি করে তাদের পাওনা পরিশোধ করা হয়। এ বছর বীজ সংরক্ষণের পর এ দুর্ঘটনা আমাদের দিশাহারা করে তুলেছে। প্রান্তিক কৃষকরা অনেক আশা করে কিছু লাভের আশায় পিয়াজ বীজ চাষ করেছেন। আগস্টের শেষে এ গোডাউনের বীজ ভিয়েতনাম ও থাইল্যান্ডে রপ্তানির প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গিয়েছিল। এ ঘটনায় প্রায় ২ হাজার কৃষক ও অর্ধশত সমিতির সদস্য পথে বসে গেছেন। সরজমিন গিয়ে দেখা গেছে, সদরের আলাইপুর গ্রামের কৃষক তৈয়ব আলী ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১২০ কেজি, মহম্মদপুরের বিনোদপুর গ্রামের কৃষক সাত্তার মোল্যা ৩ লাখ টাকা মূল্যের ১৫০ কেজি, মহম্মদপুরের চর বড়রিয়া গ্রামের কৃষক বাবুল মিয়া ৪ লাখ টাকা মূল্যের ২শ’ কেজি পিয়াজ বীজ এ সমবায় সমিতিতে দিয়েছেন। এভাবে কৃষকদের ৩০৬ টন বীজ ওই গোডাউনে রক্ষিত ছিল। যার বাজারমূল্য ৫০ কোটি টাকা বলে সংশ্লিষ্টরা জানান। অগ্নিকাণ্ডের খবর শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার পর অনেক কৃষক এখানে ছুটে আসেন। এ পিয়াজ বীজের পাওনা টাকা থেকে তারা দেনা মিটিয়ে সংসারের কাজে লাগানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু অগ্নিকাণ্ডে তাদের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে। এসব কৃষক অনেকেই এখন পথে বসে গেছেন বলে জানান। তারা সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইদুর রহমান জানান, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে এটি কোনো নাশকতার ঘটনা নয় মর্মে নিশ্চিত হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি জিডি এন্ট্রি হয়েছে। মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোহাম্মদ সুমন আলী জানান, অগ্নিকাণ্ডের পরপরই আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে এটিকে শর্টসার্কিট বলে মনে করা হচ্ছে। অত্যন্ত দাহ্য বস্তু হওয়ায় অল্প সময়েই পুরো গোডাউনে আগুন ছড়িয়ে যায়। কি কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status