দেশ বিদেশ

রাজউকে ফাইলের জট খুলছে

স্টাফ রিপোর্টার

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৯:৩৩ পূর্বাহ্ন

ফাইলের জট খুলছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক)। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তার দপ্তরের সব ফাইল এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে। গতকাল প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তর ঘুরে দেখা যায়, উপর থেকে নিচের দিকে শত শত ফাইল নামিয়ে দেয়া হয়েছে। এনিয়ে কর্মকর্তা-কর্মচারীরাও খুশি। এষ্টেট শাখার কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, ফাইল ঊর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তর থেকে ফেরত আসলে মানুষকে জবাব দেয়া যায়। রাজউক সূত্রে জানা গেছে, ১৪ই মে রাজউকের চেয়ারম্যান পদ থেকে পিআরএলে যান অতিরিক্ত সচিব আব্দুর রহমান। এরপর ২৪শে মে পরিবেশ অধিদফতরের সাবেক মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সুলতান আহমেদকে রাজউকের চেয়ারম্যান করে একটি আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই সময় তিনি সরকারি সফরে জার্মানি ছিলেন। জার্মানি থেকে ফেরার পর রাজউকে যোগ দিয়ে প্রথম দিকে ফাইল বুঝতে কিছুটা সময় নেন। এরই মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তর থেকে ফাইলের জট খুলেছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status