খেলা

‘সব কোচই ভালো, শিখতে হবে আমাদেরই’

স্পোর্টস রিপোর্টার

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৯:০৩ পূর্বাহ্ন

দীর্ঘদিন টাইগারদের পেস বোলিং কোচ ছিলেন কোর্টনি ওয়ালশ। ক্যারিবিয়ান এই পেস কিংবদন্তির কাছে বাংলাদেশেরও প্রত্যাশা ছিল অনেক। কিন্তু সেই প্রতিফল ঘটেনি মাঠের ক্রিকেটে। দায়টা কার? ওয়ালশ পারেননি নাকি বাংলাদেশের পেসাররা তার কাছ থেকে নিজেদের উন্নতির শিক্ষা নিতে ব্যর্থ? ক্রিকেটবোদ্ধাদের মতে বোলাররাই নয়, বিসিবিও পারেনি ওয়ালশের কাছ থেকে সেরাটা আদায় করে নিতে। পেস বোলারদের সঙ্গে ভাষাগত কারণ ছাড়াও আরো অনেক কারণেই দূরত্ব ছিল ওয়ালশের। এবার নতুন পেস বোলিং কোচ হিসেবে এসেছেন শার্ল ল্যাঙ্গাভেল্ট। দক্ষিণ আফ্রিকার এই কোচের কাছেও সবার অনেক চাওয়া। নতুন কোচ নিয়ে দেশের প্রতিভাবান পেসার তাসকিন আহমেদও জানান প্রত্যাশার কথা। তিনি বলেন, ‘আসলে ল্যাঙ্গাভেল্ট অভিজ্ঞ কোচ। তিনি দক্ষিণ আফ্রিকার মত বড় দলের জন্য কাজ করেছেন। তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। আমরা চাই তিনি আমাদের ভুল-ত্রুটিগুলো দেখে উন্নতির জন্য কাজ করবেন। বোলিংয়ের বেসিক তো সব এক। সেখানে উন্নতি কীভাবে করা যায় সেটা আমাদের শেখার আছে। আশা করি, তার কাছ থেকে নতুন অনেক কিছুই শিখবো।’
ওয়ালশের কাছ থেকে পেসারদের কিছু নিতে না পারার ব্যর্থতার কারণে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ল্যাঙ্গাভেল্টের সঙ্গেও কি একই পরিনতি হবে? নাকি কোচ ও পেসারদের মধ্যে দূরত্বটা কবে আসবে? এ বিষয়ে তাসকিন আহমেদ বলেন, ‘আসলে যারা এই পর্যন্ত আমাদের কোচ ছিলেন সবাই ভালো। নিজ নিজ সময়ে তারা ছিলেন লেজেন্ড। কোচ হিসেবেও তাদের প্রতিভা দারুণ। আমি বলতে চাই সব কোচই ভালো, শুধু আমাদের শিখতে হবে মনোযোগ দিয়ে। কোচের পাশাপাশি নিজেদের উন্নতির জন্য কাজটা নিয়মিত আমাদেরই করতে হবে।’ অন্যদিকে বাংলাদেশে ক্রিকেট দলের প্রধান কোচও নতুন। ২১শে আগস্ট দায়িত্ব নিতে আসছেন রাসেল ডোমিঙ্গো। এসবের ভেতরই কাল থেকে শুরু হচ্ছে কন্ডিশনিং ক্যাম্প। নতুন প্রধান কোচ নিয়ে তাসকিন বলেন, ‘শুনেছি তিনি কোচ হিসেবে দারুণ অভিজ্ঞ। তিনি দক্ষিণ আফ্রিকা দলকে অনেক কিছু দিয়েছেন। বড় একটি দলের সঙ্গে কাজ করেছে। তার কাছে আমাদের অনেক কিছু শেখার আছে থাকবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status