বাংলারজমিন

জাতির পিতার আদর্শকে আমরা বুকে লালন করি

বগুড়া প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৮:০৩ পূর্বাহ্ন

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের মানুষ এখন এক হয়ে শক্তিতে পরিণত হয়েছে। এই আদর্শের শক্তির কাছে অপশক্তি সব সময় পরাজিত হবে। যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠন করতে আসবেন তারা অবশ্যই ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রাজনীতিতে আসবেন। কেননা, বঙ্গবন্ধু ছিলেন আপামর জনতার হৃদয়ের মানুষ। তিনি কখনো নিজের জন্য কোনো কিছু চিন্তা করেননি’। বগুড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বগুড়া জেলা পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান আকন্দ। সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার। বাস মালিক গ্রুপের সভাপতি আকতারুজ্জামান ডিউক। সহসভাপতি তৌফিক হাসান ময়না। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মাশরাফি হিরো। সিএনজি মালিক সমিতির সভাপতি আলহাজ শেখসহ মালিক শ্রমিক ঐক্য পরিষদের অন্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশে এবং জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক শেখ রাসেল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status