বাংলারজমিন

নান্দাইলে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৮:০৩ পূর্বাহ্ন

 নান্দাইল সদর ইউনিয়নের ভাটিসাভার গ্রাম থেকে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। অপহরণকারী ও তার লোকজন পুলিশের উপর হামলা করে। ভাটিসাভার গ্রামের আবুল কাশেমের পুত্র আলমগীর হোসেন (২৪) শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ঝালুয়া গ্রামের দুলাল মিয়ার কন্যা রূপা আক্তার (১৬)কে নিজবাড়ী থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিক দুলাল মিয়া মেয়ে অপহরণের ঘটনায় নান্দাইল মডেল থানায় অভিযোগ করে। শনিবার রাতে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) আবুল হাসেম, এসআই আবদুস ছাত্তার সঙ্গীয় ফোর্সসহ ভাটি সাভার গ্রামে আলমগীরের বাড়ি ঘেরাও করে ভিকটিমসহ আলমগীরকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। সুযোগ পেয়ে আলমগীর হাতকড়াসহ ভিকটিমকে নিয়ে পালিয়ে যায়। হামলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এসআই আবদুস ছাত্তার, কং আল কাইয়ুম, ওমর আলী এবং মহিলা কং-পারুল আক্তার আহত হয়েছে। আহতদের নান্দাইল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মহিলাসহ ৬ জনকে আটক করেছে। আটকরা হলো তানভীর, সাইফুল, নূরুল ইসলাম, সমিলা বেগম, মঞ্জুরা বেগম ও রেহেনা বেগম। আটক মঞ্জুরা বেগমের সঙ্গে তার ২ মাসের শিশু সন্তানও থানা হাজতে রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই আবদুস ছাত্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status