বাংলারজমিন

চিলমারী পর্যন্ত আন্তঃনগর ট্রেনের দাবিতে আন্দোলনে এলাকাবাসী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৭:৪২ পূর্বাহ্ন

ঢাকা-চিলমারী আন্তঃনগর ট্রেনের দাবিতে রাজপথে নেমেছে চিলমারীসহ রৌমারী, রাজীবপুর ও উলিপুরবাসী। চলমান এ আন্দোলনের অংশ হিসেবে চিলমারীতে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির আয়োজনে গতকাল বেলা ১১টায় চিলমারী উপজেলা পরিষদ চত্বরে চিলমারী পর্যন্ত আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আছমা বেগম, মুক্তিযোদ্ধা মোজাফ্‌ফর হোসেন, আ. মান্নান, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটি’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নাহিদ হাসান নলেজ প্রমুখ। উল্লেখ্য, ২০১৬ সালের ৭ই সেপ্টেম্বর চিলমারীতে ১০ টাকা দরের চাল উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন চিলমারী থেকে আন্তঃনগর ট্রেন দিবেন এরই প্রেক্ষিতে রেলমন্ত্রীও চিলমারী রমনা রেল স্টেশন পরিদর্শন করে কথা দেন অতিসত্ত্বর চিলমারী থেকে চালু হবে আন্তঃনগর ট্রেন কিন্তু এখন পর্যন্ত তা চালু না হওয়ায় হতাশায় এলাকাবাসী। উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম বলেন প্রধানমন্ত্রী চিলমারী সফরকালে আমার দাবির মধ্যে এই দাবিও ছিল। প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন অবশ্যই তিনি কথা রাখবেন এবং আশা করি চিলমারী থেকে কমলাপুর পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালু হবে। এর আগেই একই দাবিতে রৌমারীতেও কমিটির আয়োজনে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status