বাংলারজমিন

জাউয়া বাজার উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময়

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৭:৩০ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ছাতকে জাউয়া বাজার, দক্ষিণ খুরমা, ভাতগাঁও, সিংচাপইড়, চরমহল্লাসহ ৫ ইউনিয়নের জনসাধারণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ অঞ্চলের দীর্ঘদিনের প্রাণের দাবি “জাউয়া বাজার উপজেলা” নামে স্বতন্ত্র একটি উপজেলা বাস্তবায়নের দাবিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩টায় জাউয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বাস্তবায়নে জাউয়া বাজার ইউনিয়ন সমন্বয় কমিটির উদ্যোগে, সমন্বয়ক ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেনের সভাপতিত্বে ও জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম মিছবাহুজ্জামান শিলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান মুজাহিদ আলী, চরমহল্লা ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল হাসনাত, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন, ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ গিয়াস মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ মুক্তার মিয়া তালুকদার, হাজী আব্দুর রহমান, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, সামছুদ্দিন শিশু মিয়া, যুক্তরাজ্যস্থ জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদ ইউকে শাখার সদস্য সচিব এমদাদ মিয়া তালুকদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এমএ রশিদ, এড. আলা উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার জসিম উদ্দিন, সমতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাস্টার নাসির উদ্দিন, জাউয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কবি আছাদুর রহমান আছাদ, সাধারণ সম্পাদক নূর মিয়া, ব্যবসায়ী রেজা মিয়া তালুকদার, পীর আরশ আলী, তখদ্দুছ আলী পীর, এনাম উদ্দিন, ছমরু মিয়া, যুক্তরাজ্যস্থ “জাউয়া বাজার উপজেলা” বাস্তবায়ন পরিষদ ইউকে শাখার সদস্য আরজক আলী, গোলাম আজম নেহার, বদরুল আমিন, আব্দুল কাইয়ূম, মোহাম্মদ মাহমদ আলী, পরগনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিক উদ্দিন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আসকর, চরমহল্লা আওয়ামী লীগ নেতা সিরাজুল হক, মুক্তিযোদ্ধা জিতু মিয়া, আওয়ামী লীগ নেতা লিলু মিয়া তালুকদার, আব্দুল হাই, আব্দুস ছোবহান, আবুল হাসনাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহিবুর রহমান তালুকদার টুনু, অধ্যক্ষ মাহমদ আলী, প্রভাষক নাজমুল হক, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, ব্যবসায়ী মুহিতুজ্জামান তালুকদার, এড. সিতাব আলী, শাহিন মিয়া তালুকদার, আনোয়ার হোসেন আলী, হেলাল উদ্দিন, কবির আহমদ, অলিউর রহমান আলেক, ইউপি সদস্য আব্দুর রহিম, আব্দুল হক, আব্দুল কুদ্দুছ সুমন, এসএম মাহমুদ, আঙ্গুর মিয়া, আব্দুন নূর, করম আলী, ছাত্রনেতা রুয়েল তালুকদার প্রমুখ। মতবিনিময় সভায় দীর্ঘ আলোচনা শেষে ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস মিয়াকে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এড. রাজ উদ্দিন, ৫ ইউপি’র বর্তমান চেয়ারম্যান (জাউয়া বাজার, চরমহল্লা, সিংচাপইড়, ভাতগাঁও ও দক্ষিণ খুরমা ইউপি’র) কে যুগ্ম আহ্বায়ক, শিক্ষক আলহাজ এএসএম মিছবাহুজ্জামান শিলুকে সদস্য সচিব করে ১৮১ সদস্যবিশিষ্ট “জাউয়া বাজার উপজেলা” বাস্তবায়নের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status