বাংলারজমিন

লাখাইয়ে জাতীয় শোক দিবস পালিত

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

১৯ আগস্ট ২০১৯, সোমবার, ৭:৩০ পূর্বাহ্ন

বিস্তারিত কর্মসূচি আর দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটির সূচনায় উপজেলা শহিদ মিনার চত্বরের স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালাউক উচ্চ বিদ্যালয় হয়ে উপজেলা চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে শোক র‌্যালি। এ ছাড়াও মিলাদ মাহফিল, ফ্রি চেকআপ, বিনামূল্যে ওষুধ বিতরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ ও বিশেষ প্রার্থনা ছিল উল্লেখ যোগ্য। লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাহিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ এডভোকেট আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম (আলম), মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানা অফিসার্স ইনচার্জ এমরান হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status