দেশ বিদেশ

বঙ্গবন্ধুর আদর্শ হত্যা করতে পারেনি খুনিচক্র

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৮ আগস্ট ২০১৯, রবিবার, ৯:১৪ পূর্বাহ্ন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশাল হৃদয়ের অধিকারী। তার আজীবন লালিত স্বপ্ন ছিল বাঙালিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা। অথচ স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় পরিবারসহ তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলতে তিনি অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যেতে শুরু করেছিল তখন কুচক্রী মহল তাকে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি খুনিচক্র। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গতকাল দুপুরে গাজীপুর প্রেস ক্লাব আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাতাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম রিপন শাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, পুলিশ সুপার শামসুন্নাহার, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সিনিয়র সহসভাপতি কাজী আলিম উদ্দিন, সহসভাপতি মো. ওয়াজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগ নেতা আবদুল হাদী শামীম, আফজাল হোসেন সরকার রিপন, জজ কোর্টের জিপি আমজাদ হোসেন বাবুল, আইনজীবী সমিতির সভাপতি খালেদ হোসেন, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, আমজাদ হোসেন, ইকবাল আহমদ সরকার, খায়রুল ইসলাম, আলমগীর হোসেন, সৈয়দ লিটন, নজরুল ইসলাম আজহার প্রমুখ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status