বাংলারজমিন

নিমিষেই ম্লান ঈদ আনন্দ

বগুড়া প্রতিনিধি

১৮ আগস্ট ২০১৯, রবিবার, ৮:৫৬ পূর্বাহ্ন

বাবার সঙ্গে ঈদের আনন্দ ভ্রমণে বের হয় দুই ভাই ওমর আলী ও জাহিদ হাসান। বগুড়ার সারিয়াকান্দি যমুনার ঘাটে প্রকৃতির সঙ্গে খেলা করছিল তারা। বাবা আতিকুর রহমান দুই ছেলের আনন্দ উপভোগ করছিলেন। নৌকায় নদী পার হয়ে শুক্রবার দুপুরে যমুনার পাকুরিয়া চরে যায় তারা। নদীর কিনারায় ফুটবল খেলায় মেতে ওঠে দুই ভাই। খেলার সময় বল পড়ে যায় নদীতে। সেই বল উদ্ধারের জন্য নদীতে নেমে পড়ে দুই ভাই। যমুনার প্রবল স্রোত বুঝে উঠার আগেই গহীন পানিতে তলিয়ে যায় দু’জন। বাবা আতিকুল তখন নির্বাক হয়ে যায়। উপস্থিত লোকজন দুই ভাইকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসকে খবর পাঠানো হয়। সেখানে ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান চলেনি। রাজশাহীতে খবর পাঠানো হলে বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল বগুড়ার পথে রওনা হয়। পরদিন গতকাল তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গতকাল দুপুরের দিকে যমুনা নদীর তলদেশে বালুর নিচে চাপা পড়া অবস্থায় ওমর আলীর (১৪) মরদেহ উদ্ধার করা হয়। তার ছোটভাই জাহিদ হাসানের (১২) মরদেহ বিকাল ৪টা পর্যন্ত উদ্ধার হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন জাহিদ হাসানের মরদেহ যমুনার তলদেশে বালুর নিচে চাপা রয়েছে। দুই ভাই ডুবে যাওয়ার স্থান থেকে ৫ কি.মি ভাটিতে যমুনা নদীর তলদেশ থেকে ওমর আলীর মরদেহ উদ্ধারের পর ওই এলাকাতেই ডুবুরিরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বগুড়া শহরের আটাপাড়ার পল্লীচিকিৎসক আতিকুর রহমানের ছেলে। তাদের গ্রামের বাড়ি সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নে পাকুরিয়া চরে। শাহীন ক্যাডেট স্কুলের নবম শ্রেণির ছাত্র ওমর আলী ও একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র জাহিদ হাসান। এদিকে দুই ভাইয়ের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, উদ্ধার করা ওমর আলীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত অপরজনের মরদেহের সন্ধান
পাওয়া যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status