বাংলারজমিন

রাতারগুলে সংঘর্ষে একই পরিবারের আহত ৫

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ আগস্ট ২০১৯, রবিবার, ৮:৫১ পূর্বাহ্ন

গোয়াইনঘাট উপজেলায় ফতেহপুর ইউনিয়নে রাতারগুল গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বসতভিটায় হামলা চালিয়ে একই পরিবারের নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে বুধবার গোয়াইনঘাট থানায় ৯ জন ও অজ্ঞাতনামা ৭-৮ বিরুদ্ধে একটি মামলা করেন খোরমান আলীর মেয়ে চম্পা বেগম। খোরমান আলীর বাড়ির পাশের একটি জায়গা দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছেন খোরমান আলীর পরিবার। এ জায়গা দখলে একই গ্রামের আলী আকবরের ছেলে জিয়াউল হক জিয়া, আরজমন আলীর ছেলে আজিম উদ্দিন, শাহাব উদ্দিন, রেহান মিয়া, নাজিম মিয়া, রাসেল মিয়া ও জুয়েল মিয়া, লিয়াকত আলীর ছেলে ইমরান মিয়া, ফখরুল ইসলামের ছেলে ইমন খোরমান আলীর বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলায় খোরমান আলীর বসতবাড়ির দরজা, জানালা, সকেছ, ফার্নিচারসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলায় পরিবারের ৭ জন সদস্যও আহত হন। আহত ৫ জনকে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় ৯ জন ও অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে একটি মামলা করেন খোরমান আলীর মেয়ে চম্পা বেগম। এ ব্যাপারে মামলার বাদী চম্পা বেগম জানান, জোরপূর্বক জায়গাটি দখলের উদ্দেশ্য পরিকল্পতিভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়ি ও পরিবারের লোকজনদের ওপর অতর্কিতে হামলা চালায় আসামিরা। আহত অবস্থায় পরিবারের ২ জন সদস্যকে বিনা কারণে আটক করে পুলিশ। আমাদের ৭ জনকে আসামি করে থানায় মামলা করে হামলাকারীরা। চম্পা বেগম জানান, আমাদের নামে মিথ্যা মামলা করায় আমরা আতঙ্কে জীবনযাপন করছি। আমরা বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status