ভারত

কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাংলাদেশি

কলকাতা প্রতিনিধি

১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৩:২৬ পূর্বাহ্ন

কলকাতায় শেক্সপিয়ার সরণিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বাংলাদেশী। তারা হলেন কাজী মোহাম্মদ মঈনুল আলম ও ফারহানা ইসলাম তানিয়া। মঈনুলের বাড়ি ঝিনাইদহ জেলায়। আর ফারহানার বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। শেক্সপিয়ার থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাজী মোহাম্মদ মঈনুল আলমের (৩৬) বাবার নাম কাজী মো. খলিলুর রহমান। তার বাড়ি ঝিনাইদহের ভুটিয়ার গাদি পোস্ট অফিস এলাকায়। ফারহানা ইসলাম তানিয়ার (৩০) বাবার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। তার বাড়ির ঠিকানা ১৫-বি লালমাটিয়া, জাকির হোসেন রোড, মোহাম্মদপুর, ঢাকা। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। শেক্সপিয়ার থানা পুলিশ বলেছে, ঘটনাটি ঘটেছে রাত ১ টা ৫০ মিনিটের দিকে। ভারি বৃষ্টির কারণে তখন বাংলাদেশী ওই দু’ নাগরিক অপেক্ষা করছিলেন শেক্সপিয়ার সরণিতে ক্রসিং এলাকায়। সেখানে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ট্রাফিক পয়েন্টে। সেখানে দাঁড়িয়ে থাকা ওই দুই বাংলাদেশীর গায়ের ওপর পড়ে ওই প্রাইভেটকার। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নিয়ে যান কলকাতার পিজি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। এরপর শেক্সপিয়ার থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে সিসিটিভি ফুটেজ দেখে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই প্রাইভেটকারের কোনো যাত্রী বা মালিককে খুঁজে পায়নি পুলিশ। বিষয়টি নিয়ে কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশনারের পক্ষ থেকে যোগাযোগ শুরু হয়েছে।  ওদিকে কলকাতায় গতকাল আরও একটি ঘটনায় ছয় বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে চারটার দিকে কলকাতার অন্যতম দর্শনীয় স্থান ভিক্টোরিয়া পার্কে বেড়াতে গিয়েছিলেন তারা। তখন ওই এলাকায় তুমুল বজ্রপাত হয়। যদিও আহত বাংলাদেশিদের সবাই স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে যে যার গন্তব্যে চলে গেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status