খেলা

ছক্কার রেকর্ডে শচীনকে ছুঁলেন সাউদি

স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

টিম সাউদির কথা বললেই চোখের সামনে একজন উইকেট-টেকিং বোলারের প্রতিচ্ছবি ভেসে ওঠে। তবে বোলার হয়েও একটি জায়গায় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলেছেন নিউজিল্যান্ডের এই ডানহাতি পেসার। টেস্টে শচীনের সমান ছক্কা হাঁকিয়েছেন সাউদি। উভয়েই ৬৯টি। তবে শচীনের লেগেছিল ২০০ ম্যাচ, যেখানে সাউদির লেগেছে মাত্র ৬৬ ম্যাচ। আর টেস্টে সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেটারের তালিকায় সাউদি ১৭তম। বুধবার গল টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভাকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে শচীনের রেকর্ডের পাশে বসেন সাউদি। ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে করেন ১৪ রান। টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি সাউদির জাতীয় দলের সাবেক সতীর্থ ব্রেন্ডন ম্যাককালামের। ২০০৪ থেকে২০১৬ সাল পর্যন্ত ১০১ ম্যাচে ১০৭টি ছক্কা হাঁকিয়েছেন কিইউদের সাবেক অধিনায়ক ম্যাককালাম। ৯৬ ম্যাচে ১০০ ছক্কা হাঁকিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। ১০৩ ম্যাচে ৯৮ ছক্কা নিয়ে তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। চতুর্থ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস ১৬৬ ম্যাচে ৯৭ ছক্কা হাঁকিয়েছেন। ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ ১০৪ ম্যাচে ৯১ ছক্কা নিয়ে আছেন পঞ্চম স্থানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status