এক্সক্লুসিভ

অসুস্থ ও প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের পাশে বিএনপি নেতা বকুল

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৮:০৩ পূর্বাহ্ন

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল খালিশপুর, দৌলতপুর ও আড়ংঘাটা ইউনিয়নের দলের অসুস্থ এবং প্রয়াত নেতৃবৃন্দের পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছেন। এ সময় তিনি বিভিন্ন সময় রাজনৈতিক মামলায় হয়রানির শিকার এবং নির্যাতিত নেতা-কর্মীদের সঙ্গেও সময় কাটান। বিএনপি নেতা বকুল আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন ও বেগম খালেদা জিয়ার মুক্তির লড়াইকে জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, শত নির্যাতন সহ্য করে বিএনপি’র তৃণমূল কর্মীরা এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ সরকার জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। এদিকে ঈদের দিন সন্ধ্যায় খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী থানা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের প্রায় ১৫০০ নেতাকর্মী বকুলের বাসায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া গত ১৪ই আগস্ট সারা দিন এবং ঈদের দুদিন আগে থেকে তিনি দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপি নেতা বকুল খালিশপুর থানার ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মৃত শাহিন তালুকদার, ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মৃত. আফসার উদ্দিন মল্লিক, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মৃত. শাহ আলম, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক হিলটনের অসুস্থ পিতা হাবিবুর রহমান, ১২নং ওয়ার্ড বিএনপি নেতা অসুস্থ মাহাবুব হোসেনের বাড়িতে যান এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা স.ম. আব্দুর রহমান, এডভোকেট ফজলে হালিম লিটন, সিরাজুল হক নান্নু, শেখ আব্দুল হালিম, বেলায়েত হোসেন, আবুল কালাম জিয়া, ইমতিয়াজ আলম বাবু, বিপ্লবুর রহমান কুদ্দুস, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, শেখ ইমাম হোসেন, তরিকুল ইসলাম, আবুল কালাম শিকদার, নেহিবুল ইসলাম নেহিম, আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, আব্দুল্লাহ আল মামুন রাজিব, হেলাল আহমেদ সুমন, এস. এম. জসিম, মাইনুল ইসলাম, এরশাদ হোসেন, মাজেদুল ইসলাম, সিরাজুল ইসলাম সানি, মাহবুব হোসেন, আলামিন লিটন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status