বিনোদন

ধীরগতিতে বাড়ছে ঈদের ছবির দর্শক

কামরুজ্জামান মিলু

১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৭:৪৩ পূর্বাহ্ন

এবারের কোরবানি ঈদে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মত মানুষ পাইলাম না’ এবং ভারতের নির্মাতা রাজা চন্দের ‘বেপরোয়া’ নামে দু’টি ছবি মুক্তি পায়। এ দু’টি ছবিতে যথাক্রমে শাকিব খান-বুবলী এবং রোশান-ববি অভিনয় করেছেন। তবে নতুন ছবি দেখার জন্য দেশের সব সিনেমা হলগুলোতে উপচেপড়া ভিড়ের খবর কমই ছিল। ঈদের প্রথম তিনদিন দর্শকরা সিনেমা হলে কম ভিড় করেছেন বলে বিভিন্ন সিনেমা হল সূত্রে জানা যায়। তবে প্রথমদিন ঢাকার বেশকিছু প্রেক্ষাগৃহ হাউজফুল ছিল এবং গতকাল বেশকিছু সিনেমা হল ঘুরে জানা যায়, দর্শক আগের দিনের তুলনায় প্রতি শোতে বাড়ছে। দু’টি ছবির মধ্যে শাকিব খান ও বুবলী অভিনীত ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবিটি দর্শক চাহিদায় এগিয়ে রয়েছে। তবে দেশের বেশকিছু সিনেমা হলে ‘বেপরোয়া’ ছবির দর্শকও ছিল চোখে পড়ার মতো। সারা দেশের ১৫৪টি ও ঢাকার ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’। অন্যদিকে সারা দেশের ৫৩টি প্রেক্ষাগৃহ ও ঢাকার ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’। ঢাকার বলাকা সিনেমা হলে শাকিব খান অভিনীত ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবিটি মুক্তি পায়। এ সিনেমা হলের ব্যবস্থাপক এস এম শাহীন বলেন, প্রথম ও দ্বিতীয় দিনের চাইতে এখন দর্শক ভালো। বলতে গেলে ধীরগতিতে বাড়ছে ঈদের ছবির দর্শক। তবে আমার বিশ্বাস ঢাকার বাইরে থেকে মানুষরা এখন ফিরছেন। তারা অনেকেই এখনো ঈদের ছবি দেখেননি। সেসব দর্শক ঢাকায় ফিরলে সেলটা বাড়বে আমাদের। স্টার সিনেপ্লেক্স সিনেমা হলে চলছে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ও ‘বেপরোয়া’ দু’টি ছবিই। এ সিনেমা হলে খবর নিয়ে জানা যায়, ঢাকায় বৃষ্টি হওয়ার কারণে কয়েকটি শোতে দর্শক কম হয়েছে। তবে শেষ দুইদিন সেল বেড়েছে। দর্শকরা ছবি দু’টি দেখার জন্য ভিড় করছে এখন। এদিকে দেশের অনেক সিনেমা হলে বৃষ্টির কারণে দর্শকদের উপস্থিতি কম দেখা গেছে। প্রেক্ষাগৃহের মালিকদের আশাবাদ, আজ থেকে চিত্রটা পাল্টে যেতে পারে। তবে স্টার সিনেপ্লেক্সে দেশীয় ছবির চেয়ে হলিউডের ছবি দেখার জন্য দর্শকরা ঈদে বেশি ভিড় করেছিলো। রাজধানীর মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, এবারের ঈদের ছবি এখনো জমে ওঠেনি। তবে আমরা শাকিবের ছবিটির এখন পর্যন্ত ভালো সেল পাচ্ছি। ছবির গল্পটি দর্শকরা পছন্দ করছে। অনেক দর্শকরা গ্রাম থেকে এরইমধ্যে ঢাকায় ফেরা শুরু করেছে। আবহাওয়া ঠিক থাকলে আজ থেকে আরো সেল বাড়বে বলে আশা করছি আমি। এদিকে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাতে ঈদে এবার দু’টি সিনেমা মোটামুটি ব্যবসা করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি জানান, এখানে সেলের দিক দিয়ে এগিয়ে আছে শাকিব খানের ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবিটি। এই প্রেক্ষাগৃহে ‘বেপরোয়া’র দু’টি এবং ‘মনের মতো মানুষ পাইলাম না’র তিনটি করে শো চলছে। আমাদের ব্যবসায়িক জায়গা থেকে প্রত্যাশা আরো বেশি ছিলো। তারপরও আশা করছি, ঢাকায় মানুষ ফেরা শুরু করলে এই দৃশ্য পাল্টাবে। ব্লকবাস্টারে দু’টি ছবিই দেখেছেন পলাশ নামের এক দর্শক। তার সাথে কথা হলে তিনি বলেন, দশ বন্ধু মিলে আমরা দুটি সিনেমাই দেখেছি। শাকিব-বুবলী অভিনীত ছবির কাহিনীটা সত্যিই অসাধারণ। আর ‘বেপরোয়া’ ছবিতে রোশানের অভিনয়, গান, অ্যাকশন ভালো লেগেছে। সাথে ছবির নায়িকা ববির অভিনয়ও ভালো লেগেছে বলে জানান তিনি। ঢাকার বাইরে রংপুরের শাপলা সিনেমা হলেও চলছে ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবিটি। খোঁজ নিয়ে জানা যায়, ঈদের দিন দর্শক কম ছিল। তবে দ্বিতীয় ও তৃতীয় দিন দর্শক আবার বেড়েছে। প্রত্যাশা না পূরণ হলেও একেবারেই খারাপ সেল বলতে নারাজ সিনেমা হল কর্তৃপক্ষ। তাদের বিশ্বাস, দ্বিতীয় সপ্তাহে এ ছবির সেল আরো বাড়বে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status