অনলাইন

দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমকর্মীর অভিনব প্রতিবাদ

পলাশবাড়ী প্রতিনিধি

১৬ আগস্ট ২০১৯, শুক্রবার, ৩:১২ পূর্বাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ করছেন সাংবাদিক আশরাফুল ইসলাম। গত ৬দিন ধরে তিনি কাফনের কাপড় পরে প্রতিবাদ জানিয়ে আসছেন। টানা ৭১ দিন চলবে তার এ প্রতিবাদ কর্মসূচি। একই সময়ে তিনি দেশের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন। দেশবাসীকে জানাবেন তার নিজ উপজেলার ভিজিএফ, ভিজিডি, যত্ন প্রকল্প, হাট বাজার উন্নয়ন, রাজস্ব তহবিলের বরাদ্দ লুটপাটসহ বিভিন্ন অন্যায়-অনিয়ম-দুর্নীতির কথা। এই কাজে উৎসাহ দিতে সাংবাদিক আশরাফুলের মা নিজেই ছেলেকে কাফনের কাপড় পরিয়ে বাড়ি থেকে বিদায় দিয়েছেন।

আশরাফুল ইসলাম অভিযোগ করেন, পলাশবাড়ী উপজেলা প্রশাসন ভিজিএফ, ভিজিডিসহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম করে আসছে। এসব অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানানোর উদ্যোগ নিই। আমি যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালনে মাইকে প্রচার-প্রচারণা চালাচ্ছিলাম, ঠিক সেই সময়ে অনিয়মকারী-দূর্নীতিবাজ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের হুমকির মুখে কাফনের কাপড় পরে ৭১ দিনের এই কর্মসূচি ঘোষণা করেছি।

তিনি আরও জানান, প্রতি রোববার সকাল ১১টা থেকে ৩ ঘণ্টাব্যাপী পলাশবাড়ী উপজেলাসহ গাইবান্ধা ডিসি অফিস, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জাতীয় প্রেসক্লাব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে এই প্রতিবাদ জানাবেন।

আশরাফুল ইসলাম আরও বলেন, উপজেলা প্রশাসন অন্যায়-অনিয়ম ও দুর্নীতি করেছে কিনা তার প্রমাণ তাদের কাছে যে কাগজপত্রাদি রয়েছে ও যারা এ যাবতকালে সুবিধাগুলো পেয়েছেন তাদের কাছেই পাওয়া যাবে।

এদিকে, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাউল হোসেন বলেন, ভিজিএফ, ভিজিডি বা অন্য কোনো প্রকল্পে কোনো ধরনের অনিয়ম করা হয়নি। স্বচ্ছতার মধ্যদিয়ে ওইসব প্রকল্পের কাজ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ই আগস্ট বিকালে আশরাফুল ইসলামকে কাফনের কাপড় পরিয়ে বিদায় জানান তার মা আছমা বেগম। আশরাফুল ইসলাম পলাশবাড়ী উপজেলার উদয়সাগর গ্রামের মকবুল হোসেনের ছেলে। ২৯ বছর বয়সী এই যুবক পেশায় একজন গণমাধ্যমকর্মী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status