বিশ্বজমিন

মার্কিন কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা

মানবজমিন ডেস্ক

১৬ আগস্ট ২০১৯, শুক্রবার, ১১:৩২ পূর্বাহ্ন

মার্কিন কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্যের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইলি সরকার। ডেমোক্র্যাট দলের ওই দুই আইনপ্রণেতা হচ্ছেন ইলহান ওমর ও রাশিদা তালিব। তারা উভয়েই ইসরাইল সরকারের কঠোর সমালোচক। আগামী সপ্তাহে তাদের ইসরাইল দখলীকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সফর করার কথা ছিল। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, ওমর ও তালিব উভয়েই ইসরাইল বিরোধী ‘বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন’ (বিডিএস) আন্দোলনের সমর্থনকারী। তবে এ আন্দোলনের সমর্থনকারীদের ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ করার আইন রয়েছে দেশটির সংবিধানে। তবে গত মাসে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রন ডেরমার দুই কংগ্রেস সদস্যের ইসরায়েল সফরের ব্যাপারে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছিলেন। বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে তাদের সেখানে যেতে দেয়া হবে।  

ট্রাম্পের আহ্বানেই নিষেধাজ্ঞা!
সমালোচকরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বানেই ওমর ও তালিবের ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার এক টুইটে ট্রাম্প লিখেন, ওই দুই কংগ্রেস সদস্যকে ইসরায়েল সফরের অনুমতি দেওয়া হলে তা হবে ইসরায়েলের দুর্বলতা। তারা ইসরায়েল ও সব ইহুদিকে ঘৃণা করেন। কোনোভাবেই তাঁদের মানসিকতার পরিবর্তন ঘটানো যাবে না।

ট্রাম্পের ওই টুইটের পরই  ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওমর ও তালিবের সফরে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। উল্লেখ্য, গত বছরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হন ওই দুই ডেমোক্র্যাট। তাদের মধ্যে সোমালি বংশোদ্ভূত ওমর ও ফিলিস্তিনি বংশোদ্ভূত তালিব যথাক্রমে মিনেসোটা ও মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হন। তারা ট্রাম্পের অভিবাসন ও মুসলিমবিরোধী নীতির কট্টর সমালোচক। সম্প্রতি এই দুই জন সহ আরো দুই মার্কিন নারী কংগ্রেস সদস্যের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ট্রাম্প। তার অভিবাসন নীতির সমালোচনা করায়, ওই কংগ্রেস সদস্যদের নিজ দেশে ফিরে যেতে বলেন তিনি।

ওমর ইসরাইলের সফর নিষিদ্ধের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, এটি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অপমান ও মিত্র দেশ থেকে সরকারি কর্মকর্তাদের সফরের বিরুদ্ধে শীতল প্রতিক্রিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status