খেলা

টেলি কনফারেন্সে সাক্ষাৎকার

আফগান সিরিজের আগেই প্রধান কোচ!

স্পোর্টস রিপোর্টার

১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৯:০৭ পূর্বাহ্ন

সম্ভাব্য কোচের তালিকায় আছেন মাইক হেসনও

স্টিভ রোডসের বিদায়ের পর থেকে শুরু হয়েছে টাইগারদের প্রধান কোচ খোঁজা। এরই মধ্যে স্পিন ও পেস বোলিং কোচ নিয়োগ নিশ্চিত হলেও এখনো নেই প্রধান কোচের সন্ধান। প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন নাম। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোডর্কে (বিসিবি) সাক্ষাৎকার দিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। এবার বিসিবির অপেক্ষা নিউজিল্যান্ডের মাইক হেসনের জন্য। শোনা যাচ্ছিল গতকালই তার বাংলাদেশে আসার কথা ছিল ইন্টারভিউ দিতে। তবে সেটি সঠিক নয়। এই কোচের চোখ বাংলাদেশ নয় ভারতের দিকে। শুধু তাই নয় তিনি আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রকাশিত প্রধান কোচের সংক্ষিপ্ত তালিকাতে। আগামী শুক্রবার ভারতের ক্রিকেট বোর্ড কোচদের ইন্টারভিউ নিবে। সেখানে হেসন থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। যদি তারা তাকে কোচ হিসেবে নিয়োগ দেন সেই ক্ষেত্রে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে অন্য কারো দিকে। বিসিবির একটি সূত্র জানিয়েছে ভারতের কোচ নিয়োগের কারণে বিসিবিকে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। তারা শেষ করলে এরপরই হয়তো বাংলাদেশের ভাগে  জুটবে প্রধান কোচ। সেই হিসেবে আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে কোচ নিয়োগ অনেকটাই কঠিন। ধারণা করা হচ্ছিল আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টই নয়, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটাও টাইগারদের খেলতে হতে পারে বিদেশি কোচ ছাড়া। তবে গতকাল বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা শেষে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস মানবজমিনকে জানান দ্রুতই  ঘোষণা করা হবে কোচের নাম। এরই মধ্যে টেলি কনফারেন্সের মাধ্যমে নেয়া হয়েছে কোচদের সাক্ষাৎকারও। তিনি বলেন, ‘শিগগিরই ঘোষণা করা হবে টাইগারদের হেড কোচের নাম। সম্ভাব্য কোচদের সঙ্গে টেলিকনফারেন্সে যোগাযোগ হয়েছে। আরো দু’একজন বাকি আছে। তা শেষ হলেই দ্রুতই আসবে কোচের নাম ঘোষণা।’ অন্যদিকে ভারত ক্রিকেট বোর্ড  তাদের কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। সেখানে ছয়জনের মধ্যে আছেন বাংলাদেশের সম্ভাব্য কোচের তালিকায় থাকা মাইক হেসন নাম। এছাড়াও আছে টম মুডি, রবি শাস্ত্রী, রবিন সিং, লালচাঁদ রাজপুত ও ফিল সিমন্স। জানা গেছে বাংলাদেশের চোখ শুরু থেকেই ছিল মুডির ওপর। কিন্তু এই অজি কোচ রাজি নয়। কারণ তার অন্যতম শর্ত আইপিএল ও বিপিএলেও তিনি কোচিং করাবেন। যা বিসিবি মেনে নিবে না। এছাড়াও ফিল সিমন্সের বিষয়েও আগ্রহ আছে বিসিবির কিন্তু তার আগ্রহ নেই তেমন একটা। এরপর বাইরে যে কোচের প্রতি বিসিবির নজর তাদের নিয়েও আছে দ্বিধাদ্বন্দ্ব। বিসিবির এবারের চাওয়া ফুল টাইম ও দীর্ঘ মেয়াদের কোচ। যে কিনা অন্তত চার বছর বাংলাদেশকে নিয়ে কাজ করবে। এমন কোচদের মধ্যে হেসনকেই বিসিবির পছন্দ। তবে ভারতের বোর্ডের সিদ্ধান্তের আগে তাকে পাওয়াও কঠিন। এখন প্রশ্ন যদি ভারতের কোচ হেসন না হন তবে তিনি কবে আসবেন বাংলাদেশে! নাকি না এসেই ভিডিও ইন্টারভিউ দিবেন! যতটা শোনা যাচ্ছে তার সঙ্গে টেলিকনফারেন্সেই আলোচনা হয়েছে। জালাল ইউনুসও তাই বলেছেন তবে কোন কোচের সঙ্গে হয়েছে তা জানাননি। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘আসলে হাতে সময় আছে আমাদের। এবার বোর্ড সভাপতি প্রধান কোচ নিয়ে খুব একট তাড়াহুড়া করতে রজি নয়। আমরা ভেবে চিন্তেই কোচ নিবো। হ্যা, আগানিস্তানের বিপক্ষে টেস্ট আছে, এরপর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আছে সেখানে বিদেশি না পেলে দেশি কাউকে কোচ করা হবে। যেমনটা শ্রীলঙ্কা সফরে হয়েছে। আর তার আগে যদি বিদেশি কোচ পাওয়া যায় তাহলে ভালো, না হলেও কোন সমস্যা নেই।’ আপাতত বাংলাদেশের সংক্ষিপ্ত কোচের তালিকাতে রয়েছে আরো দুই তিনজনের নাম। এর মধ্যে জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান গ্রান্ট ফ্লাওয়ারও আছেন। তবে তাদের সঙ্গে বিসিবির কথা বার্তা কতদূর তা জানা যায়নি। বলা চলে বিসিবিও এবার কোচ নিয়ে রাখছে খুব গোপনীয়তা। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে আগামী ৫ই  সেপ্টেম্বর। সেটি শেষ হতেই শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই দুটি সিরিজকে সামনে রেখে এই মাসের ১৮ তারিখের পর থেকেই শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। যদি শে,ষ পর্যন্ত  বিদেশি কোচ নিয়োগ দ্রুত না হয়, ক্যাম্পও হয়তো শুরু হবে দেশি কোচের অধীনে। এবারো কি দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। যদিও গুঞ্জন রয়েছে তাকে নিয়ে থাকা বিতর্কের কারণেই বিসিবি আফগান সিরিজের আগেই বিদেশি কোচ নিয়োগ দিতে চাইছে। আর তা না হলে হয়তো সুজনের পরিবর্তে অন্য কাউকেও বিসিবি ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দিতে পারে। ক্যাম্প শুরু হবে ৩৫ সদস্যের প্রথমিক দল নিয়ে।  সেখান থেকেই বেছে নেয়া হবে মূল দল। সাকিব আল হাসান টেস্ট দলের নেতৃত্ব দেবেন যদি সব কিছু ঠিক থাকে। তবে তামিম ইকবাল ছুটিতে থাকায় তাকে পাওয়া যাবেনা। আরেক সিনিয়র ক্রিকেটারকে নিয়েও শঙ্কা আছে। তিনি মাহমুদুল্লাহ রিয়াদ। ইনজুরির কারণে হয়তো তারও খেলা হবেনা। যে কারণে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে থাকবে নতুন মুখ। দেশের মাটিতে হলেও টাইগারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status