দেশ বিদেশ

চট্টগ্রামে কমিউনিটি হাউজিং করতে চায় ইউএনডিপি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কমিউনিটি হাউজিং প্রকল্প বাস্তবায়ন করতে চায় জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপি। এক্ষেত্রে সংস্থাটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিনের সহায়তা প্রত্যাশা করেছেন। বুধবার দুপুরে মেয়র দপ্তরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে ইউএনডিপ্থির পরামর্শক ইল্লুমিনেট মেরেরে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে সংস্থার পক্ষ থেকে কমিউনিটি হাউজিং প্রকল্প বাস্তবায়নের বিষয়টি অবহিত করা হয়।
আগামী এক বছরের মধ্যে নগরে কমিউনিটি হাউজিংয়ের পাইলট প্রকল্প শুরু করার কথা মেয়রকে অবহিত করেন ইল্লুমিনেট মেরেরে। মেয়র আ জ ম নাছির উদ্দিন প্রকল্প বাস্তবায়নে ইউএনডিপিকে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মেয়র বলেন, চট্টগ্রাম নগরবাসীর জীবনমান উন্নয়নে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপি নানামুখী কর্মকান্ড পরিচালনা করছে। বর্তমানে কয়েকটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করে যাচ্ছে। চট্টগ্রামে ইউএনডিপ্থির প্রথম কমিউনিটি হাউজিং প্রকল্প বাস্তবায়নেও আমার পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে। সাক্ষাতে ইউএনডিপি’র পরামর্শক মেরেরে মেয়রকে তার স্বদেশ তানজানিয়া ভ্রমণের আমন্ত্রণ জানান। তিনি বলেন, চট্টগ্রামের মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ। চট্টগ্রামের ভৌগলিক সৌন্দর্য্য দেখেও আপ্লুত। সাক্ষাতে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ইউএনডিপ্থির আরবান চিফ আশিকুর রহমান, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, টাউন ম্যানেজার সরওয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status