দেশ বিদেশ

অফিস খুলেছে তবে উপস্থিতি কম

স্টাফ রিপোর্টার

১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

ঈদের টানা পাঁচ দিন ছুটি শেষে খুলেছে দেশের প্রশাসনযন্ত্র সচিবালয়, ব্যাংক-বীমা ও অফিস-আদালত। সরকারি অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম। অঘোষিত ছুটি উপভোগ করছেন বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী। সচিবালয়ে এখনো চলছে ঈদের আমেজ। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের কম উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যাংকগুলোতে এবার পালা করে ছুটি দেয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ১৮ ই আগস্ট এর আগে অফিস আদালতগুলো জমে উঠবে না। এদিকে এবার সাপ্তাহিক ছুটি ও ঈদের তিন দিনসহ ৯ থেকে ১৩ই আগস্ট পর্যন্ত টানা পাঁচদিন ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল অফিস করার পর আবার জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি নিয়ে তিন দিনের ছুটি কাটাবেন তারা। তাই বুধবার অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম ছিল। কারণ, অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত একদিনের ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন ১৮ই আগস্ট রোববার। তাই আগামী সপ্তাহে যানজট ও জনজটের নগরীর সেই চিরচেনা রূপ ফিরে পাবে। সরেজমিনে সচিবালয়ে গিয়ে দেখা যায়, সচিবালয়ের প্রধান ফটকে গাড়ি ও লোকজনের উপস্থিতি ছিল একেবারেই কম। দর্শনার্থীদের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল চোখের পড়ার মতো। স্থানীয় সরকার মন্ত্রণালয়েও কর্মকর্তা-কর্মচারিদের প্রায় সবাই উপস্থিত হন। সচিবালয়ের গেটে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জামিল বলেন, অন্যান্য দিনের তুলনায় সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। এদিকে সচিবালয়ে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ সমসাময়ীক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তবে তাদের মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। এ ছাড়া খাদ্য, শিক্ষা, গৃহায়ণ ও গণপূর্ত, ভূমি, অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম দেখা গেছে। এবার কোরবানির ঈদে নিয়ম অনুযায়ী ছুটি তিন দিন (১১ থেকে ১৩ আগস্ট)। কিন্তু এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একদিনের ছুটি ম্যানেজ করতে পারলে তারা ছুটি ভোগ করতে পারছেন ৯ দিন। ক্যালেন্ডার অনুযায়ী ঈদের আগে শুক্রবার (৯ আগস্ট), শনিবার (১০ আগস্ট) এবং ঈদের পরে শুক্রবার (১৬ আগস্ট) ও শনিবার (১৭ আগস্ট) এই চারদিন সাপ্তাহিক ছুটি। রোববার (১১ আগস্ট), সোমবার (১২ আগস্ট ) ও মঙ্গলবার (১৩ আগস্ট ) এই তিন দিন ঈদুল আজহার ছুটি। বুধবার (১৪ আগস্ট) সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা খোলা থাকবে। পরের দিন বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে একদিনের সরকারি ছুটি রয়েছে। কাজেই বুধবার (১৪ আগস্ট) একদিনের ছুটি ম্যানেজ করে অনেকে ঈদে ভোগ করতে পারছেন টানা ৯ দিনের ছুটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status