বাংলারজমিন

বঙ্গোপসাগরে ১১ জেলেসহ ফিশিং ট্রলারডুবি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, ৮:৪১ পূর্বাহ্ন

 বঙ্গোপসাগরে ইলিশ আহরণ করতে গিয়ে ১১ জেলেসহ এফ.বি. আব্দুর রহমান-২ নামের একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। জেলে সূত্র জানায়, মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের কটকা ও কচিখালীর মধ্যবর্তী পক্ষীদিয়া এলাকায় প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলার ডুবে যায়। ট্রলার মালিক শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের আফজাল পহলান জানান, সমুদ্রে ইলিশ আহরণ শেষে এলাকায় ফেরার সময় তার ট্রলারটি দূর্ঘটনার কবলে পড়ে। এ সময় আহরিত মাছ, জাল ও ১১ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। পাশে থাকা তার ভাই খলিল পহলানের এফ.বি. সুমাইয়া নামের ট্রলারের জেলেরা এগিয়ে এসে ভেসে থাকা ১১ জেলেকে উদ্ধার করে। তবে ট্রলারটি এখনও উদ্ধার করা যায়নি। উদ্ধারকৃত জেলেদের মধ্যে ১০ জন সুস্থ থাকলেও আবুল হোসেন (৩০) নামের এক জেলে বেশি অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য শরণখালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শরণখালা উপজেলার নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, সমুদ্রগামী জেলেদের মধ্যে জীবন রক্ষার জন্য ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের মাধ্যমে ইতিমধ্য কিছু সরঞ্জাম বিতরণ করা হয়েছে। তিনি, আবহাওয়ার সংকেত অনুসরণ করে জেলেদের নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দিয়ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status