অনলাইন
জিয়াউর রহমান কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না : হানিফ (ভিডিও)
কুষ্টিয়া প্রতিনিধি
২০১৯-০৮-১৩
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন ৭৫’র ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে কাজ করেছেন। দালাল আইন বাতিল করে সাড়ে এগারো হাজার যুদ্ধাপরাধীকে কারাগার থেকে মুক্তি দিয়ে তাদেরকে পুনর্বাসন করেছেন। এসব কারনে জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে ভাবা যায় না। তিনি কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযোদ্ধাদের পক্ষেও কাজ করেননি।
তিনি আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু ভাষ্কর্য উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ প্রমুখ।
তিনি আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু ভাষ্কর্য উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ প্রমুখ।