অনলাইন
‘কাশ্মীর নিয়ে সরকারি পর্যায়ে আগ বাড়িয়ে কিছু বলা ঠিক হবে না’
স্টাফ রিপোর্টার
২০১৯-০৮-১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করায় সমস্যা সমাধান হবে না। সমস্যা আরো জটিল হবে । এটি বিজেপি সরকার কিভাবে সামলা দেবে সেটি বেজিপি সরকারে বিষয়। কাশ্মীরে আরো সৈন্য বাড়িয়ে বড় ধরণের মৌলিক পরিবর্তন আনতে পারবে বলে মনে হয় না। পরিস্থিতি শান্ত হবে তাও মনে হয় না। এটা দুঃখজনক। ভারতের বিরাট অংশের জনগন কাশ্মীরে পক্ষে আছে। তারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। ভারতের ভেতরেই সমালোচনা করছে । বাংলাদেশের জনগন স্বাভাবিকভাবেই কাশ্মীরের পক্ষে থাকবে। আমাদের সচেতন থাকতে হবে যেন এর প্রভাব বাংলাদেশে না পড়ে । সরকারি পর্যায়ে আগ বাড়িয়ে কারো পক্ষে কিছু বলা ঠিক হবে না । এটা ভারতের বিষয়। বাংলাদেশের নিজেরই অনেক সমস্যা আছে । রোহিঙ্গা একটা বিরাট সমস্যা। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। আমরা কোনো সংঘর্ষের মধ্যে যেতে চাই না । আমরা চাই সমাধান যাতে কাশ্মীরের জনগনের স্বার্থ রক্ষা হয়।