বাংলারজমিন

মহেশখালীতে ঘর পেলো ৫৫৭ গৃহহীন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:৩০ পূর্বাহ্ন

দ্বীপ উপজেলা মহেশখালীতে বিনে পয়সায় ঘর পেয়েছে ৫৫৭ গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় তারা এসব ঘর পেয়েছে। প্রথম ধাপে ২৫৭টি, ২য় ধাপের ৪৯৫টির মধ্যে ৩০০টি ঘর উপকার ভোগীকে হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে মহেশখালী পৌরসভায় ২২৫টি কুতুবজোম ইউনিয়নে ১৮২ টি, মাতারবাড়ীতে ১৮৬টি, কালারমারছড়া ৩২টি, হোয়ানক ১৩টি, বড় মহেশখালী ২৪টি ও ছোট মহেশখালী ইউনিয়নে ২০টি পরিবার ঘর পেয়েছে। প্রতিটি ঘরের কাজে বরাদ্দ হয়েছে এক লাখ টাকা। আরো ১৯৬ টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল আলম সাকিব বলেন, প্রধানমন্ত্রীম প্রতিশ্রুত যার জমি আছে, ঘর নেই প্রকল্পের মাধ্যমে উপজেলায় মানুষ ঘর পেয়ে অত্যন্ত খুশি। যদিও আরো ১৯৫টি ঘরের বরাদ্দ বাকি রয়েছে। এসব ঘর তৈরির কাজ চলমান রয়েছে বলে তিনি জানান। এছাড়াও ৩য় ধাপের আরও ৩৬০টি ঘর নির্মাণ হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status