বাংলারজমিন

শ্যামনগরে ৩ মাদক ব্যবসায়ী আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:২৪ পূর্বাহ্ন

শ্যামনগর থানা পুলিশ আন্তঃদেশীয় মাদক পাচার সিন্ডিকেট চক্রের তিন সদস্যকে আটক করেছে। গতকাল গভীর রাতে উপজেলা সদরের নকিপুর বাজার ও হাওয়ালভাঙ্গী থেকে পুলিশের উপ-পরিদর্শক এএসআই রফিক ও উপ-পরিদর্শক এএসআই মাজাহারের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ তাদের আটক করে। আটকরা হলো- শ্যামনগর সদর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে গার্মেন্ট দোকানের মালিক মাদক ব্যবসায়ী শাহাজান (৪০), উপজেলার আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়া গ্রামের খোকন সরদারের ছেলে সাগর সরদার (২০) ও বেল্লাল গাজীর ছেলে চঞ্চল গাজী (২২)। থানা সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক রফিকের নেতৃত্বে পুলিশ মাদক ব্যবসায়ী শাহাজানের নিজস্ব গার্মেন্টস দোকানে ফেনসিডিল বিক্রয়কালে ১৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। ভারত থেকে ফেনসিডিল আমদানি করে এ অঞ্চলে পাইকারিভাবে বিভিন্ন জায়গায় সরবারহ করতো বলে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। দীর্ঘদিন যাবৎ ধূর্ত শাহাজান কৌশলে নিজের গার্মেন্টস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয়রা জানান। অন্য একটি মাধ্যম নিশ্চিত করেছে বছর খানেক আগে মাদক সম্রাট রেজাউল ক্রসফায়ারে নিহত হওয়ার পর শাহাজান মাদক ব্যবসার হাল ধরে এ অঞ্চলের যুব সমাজসহ সার্বিক পরিবেশ মারাত্মক হুমকিতে ফেলেছে। আইনের ফাঁকফোকরে শাহাজান যাতে বেরিয়ে না আসতে পারে এ দাবি সর্বসাধারণের।

অপর এক অভিযানে হাওয়ালভাঙ্গী থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাগর ও চঞ্চলকে আটক করে। শ্যামনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) আনিচুর রহমান মোল্যা সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status