বাংলারজমিন

জলঢাকায় ভিজিএফ’র ৬৩ টন চাল আটক

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:১৪ পূর্বাহ্ন

নীলফামারীর জলঢাকায় ভিজিএফ চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ প্রশাসন। প্রাথমিকভাবে এসব চাল ভিজিএফের বলে নিশ্চিত করে উপজেলা প্রশাসন। চালের পরিমাণ প্রায় ৬৩ টন হবে। মালগুলো আটক হওয়ার পর ট্রাক চালক আবুল কালামের জবানবন্দিতে উপজেলা খাদ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম খন্দকারের নাম চলে আসে। বিষয়টি নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের সামনে স্বীকারোক্তি হলেও কোন ক্ষমতা বলে আইনের ফাঁকফোকর গলে গা-ঢাকা পড়লো খাদ্য কর্মকর্তার নাম। চাঞ্চল্যকর এ বিষয়টি প্রধান নায়ক খাদ্য কর্মকর্তাকে নিয়ে স্থানীয় জাতীয় পার্টি একটি র‌্যালি ও প্রতিবাদ সভা করে তবে কোনো ফলোদয় হয়নি। উল্টো সাধারণ ব্যবসায়ীরা পড়ে গেছে সংকটে। প্রত্যক্ষদর্শীরা বলেন খাদ্য কর্মকর্তাকে আটক করে আইনে সোপর্দ করলে থলের বিড়ালটিও বেরিয়ে আসতে পারে। উল্লেখ্য, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ভিজিএফের চাল নিয়ে একটি ট্রাক পৌর শহরের পুরাতন গরুহাটি সংলগ্ন মেসার্স সততা এন্টারপ্রাইজের সামনে অবস্থান করছে। এবং চালের বস্তাগুলো কিছুক্ষণের মধ্যে নামানো হবে। সাথেই ঘটনাস্থলে গিয়ে ১৫৯০ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করে পুলিশ। যার নং-ঢাকা মেট্রো-ট-১৬-৫৮৮৫। এসময় বিভিন্ন গুদামে অভিযান চালায় নির্বাহী অফিসার। এবং সিরাজুল হক পাকার গুদামে ৫৩০ বস্তা চাল জব্দ করা হয়। তবে অভিযুক্ত আমজাদ হোসেন চালগুলো আমি ইয়াকুব এর কাছে থেকে কিনেছি অপরদিকে মিলার ইয়াকুব বলেন চালগুলো আমার নয়। শনিবার মুঠোফোনে কথা বললে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন মামলা তদন্ত কর্মকর্তা এসআই বদরুদ্দোজা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা হলেও তিনি বলেন সত্যিকারের দোষীকে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status