দেশ বিদেশ

শতভাগ কারখানায় বেতন-বোনাস দেয়া হয়েছে: বিজিএমইএ

অর্থনৈতিক রিপোর্টার

১১ আগস্ট ২০১৯, রবিবার, ৮:০৬ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে শতভাগ পোশাক কারখানায় বেতন-বোনাস দেয়া হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা করা হয়। বিজিএমইএ জানায়, তৈরি পোশাক কারখানাগুলোর মধ্যে ২৭৮টি কারখানার বেতন-বোনাস দেয়ার বিষয়ে ঝুঁকিতে ছিল। বিজিএমইএ এই কারখানাগুলো নিবিড়ভাবে মনিটরিং করে। এছাড়া ৪৭টি কারখানার বেতন-বোনাস বিজিএমইএ’র মাধ্যমে দেয়া হয়। বিবৃতিতে বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়, বেতন-বোনাস দেয়া হয়নি, আমাদের জানামতে এমন কোনো কারখানা নেই। শ্রমিকরা আমাদের পরিবারের অংশ। আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ আনন্দে অংশ নিতে শতভাগ কারখানায় বেতন-বোনাস দেয়া হয়েছে। পাশাপাশি কারখানাগুলোও ছুটি ঘোষণা করা হয়েছে। বিজিএমইএ’র সভাপতি রুবানা হক বলেন, বেতন-বোনাস নিয়েই শ্রমিকেরা বাড়ি ফিরতে পারবেন। কোনো শ্রমিকই বেতন-বোনাস ছাড়া বাড়ি যাবে না। সেটা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status