প্রথম পাতা

অজ্ঞান পার্টি বেপরোয়া

স্টাফ রিপোর্টার

৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ১০:০৯ পূর্বাহ্ন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অজ্ঞান ও মলম পার্টি দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে। বিশেষ করে পশুরহাট তাদের টার্গেট। জনবহুল এলাকা বা বিপনী বিতানের আশপাশেও তাদের তৎপরতা রয়েছে। অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে তৎপর রয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই পার্টির অপতৎপরতা ঠেকাতে পোশাকে ও সাদা পোশাকে রাজধানীর বিভিন্নস্থানে অবস্থান ও অভিযান চালাচ্ছেন তারা। ঈদ উপলক্ষে ওইসব দুর্বৃত্তদের ধরতে ঢাকা মহানগর ডিবি পুলিশে বিশেষ টিম গঠন করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি (পশ্চিম) মোখলেসুর রহমান মানবজমিনকে জানান,  কোন উৎসব উপলক্ষে অজ্ঞান পার্টির তৎপরতা বাড়ে। এই বিষয়টিকে সামনে রেখে ডিবি পুলিশ তৎপর রয়েছে। ওইসব দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন সময় অভিযান চালানো হয়। তিনি আরও জানান, তবে ঈদ উপলক্ষে ডিবির দক্ষিণ বিভাগে আলাদা একটি টিমকে সর্বক্ষণ নজরদারি করার জন্য বলা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিনই ঢাকার বিভিন্নস্থানে অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা সাধারণ মানুষদের যানবাহনে বা রাস্তায় বিভিন্ন খাদ্যের সঙ্গে নেশা জাতীয় ওষুধ কৌশলে সেবন করিয়ে টাকা ও মূলবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। মলম বা রাসায়নিক পদার্থের বিষক্রিয়ার তীব্রতায় ভুক্তভোগীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে বিভিন্ন উৎসব পার্বনে নগদ টাকা বহন এবং এর ব্যবহার বেড়ে যায়। এসময় অজ্ঞান পার্টির সদস্যদের তৎপর বেড়ে যায়। এদের দৌরাত্ম্য থামাতে আসন্ন ঈদ উপলক্ষে ডিবি পুলিশের সদস্যরা মাঠে কাজ করছেন।

সূত্র আরও জানায়, অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে পুলিশ নিরন্তর অভিযান চালায়। এদের চাইলে পুলিশ দমন করতে পারে না। এসব অপরাধীরা এক জায়গায় থাকে না। বিভিন্ন সময় বসবাসের এলাকা পরিবর্তন করে। অনেক সময় পেশাও পরির্বতন করে। অনেকেই ভাসমান হিসাবে থাকে। এতে তাদের ধরতে পুলিশকে বেগ পেতে হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা জানা গেছে, রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টির প্রায় ১২ টি চক্র আছে। এই চক্রের সঙ্গে প্রায় ৩০০ জন সদস্য জড়িত। প্রত্যেক চক্রের সঙ্গে একজন করে দলনেতা রয়েছে। তারা দলনেতার পরমর্শক্রমে বিভিন্নস্থানে ওইসব অপকর্ম করে। ইতিমধ্যে ওই চক্রের সব নাম ঠিকানা ডিবি পুলিশের সদস্যরা সংগ্রহ করছেন। গত সপ্তাহে যাত্রাবাড়ি এলাকা থেকে অজ্ঞান পার্টির দলনেতা কামালসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বিভিন্নস্থনে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, অজ্ঞান পার্টির সদস্যরা অধিকাংশই এখন হকারের বেশ ধারণ করে ওই কর্মকান্ড করছে। তারা হকারের বেশ ধারণ করে চা, সিগারেট, শসা, এবং আচার বিক্রি করছে। কেউবা ভ্রামমাণ অবস্থায় ডাব বিক্রি করছে।
সূত্র আরও জানায়, যেসব অজ্ঞান পার্টির সদস্যরা আগে পুলিশের হাতে ধরা পড়েছিল তারা অনেকেই জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে ছাড়া পেয়েছে। তারা অনেকেই আগের পেশায় ফিরে গেছে। ওইসব দুর্বৃত্তদের ধরার জন্য মাঠে কাজ করছে ডিবি পুলিশের বিশেষ টিম। এ ক্ষেত্রে মাঠ পর্যায়ে বিভিন্ন সোর্সকে কাজে লাগাচ্ছে ডিবি পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status