খেলা

ঈদের পর আলোচনা

বিপিএল নিয়ে অযৌক্তিক প্রস্তাব মানবে না বিসিবি

স্পোর্টস রিপোর্টার

৯ আগস্ট ২০১৯, শুক্রবার, ৯:৩১ পূর্বাহ্ন

বিপিএল পরিচালনা কমিটি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সবক’টি ফ্র্যাঞ্চাইজির চুক্তি শেষ। এখন নতুনভাবে চুক্তিবদ্ধ হতে হবে দলগুলোকে। নতুনভাবে শুরু হবে বিপিএলের দ্বিতীয় মেয়াদের যাত্রা। কিন্তু এরই মধ্যে চুক্তির আগেই দলবদল ও ক্রিকেটারদের আগাম দলে টানায় ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে পরিচালনা কমিটির সম্পর্কের অবনতি ঘটেছে। দুই পক্ষ আছে মুখোমুখি অবস্থানে। সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার মধ্যে দলগুলোর সঙ্গে আলোচনার জন্য চিঠি দেয়ার কথা ছিল তাদের। এরই মধ্যে সেটি দিয়েছে বলেও নিশ্চিত করেছেন বিপিএল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি  শেখ সোহেল। তিনি বলেন, ‘আমাদের ৪৮ ঘণ্টার মধ্যে চিঠি দেয়ার কথা ছিল, দিয়েছি। এখন সামনে ঈদ তাই ঠিক করেছি ঈদের পর আলোচনায় বসবো। তবে সবার আগে আমাদের দলগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে হবে। তবে আমরা আহামরি বড় কোন নিয়মে পরিবর্তন আনছি না। নতুন করে শুরু হবে সেই বিষয়গুলো থাকবে। আলোচনায় আমরা কোন অযৌক্তিক প্রস্তাব মানবো না। সেটি নতুন দলেরই হোক আর পুরোনো। যা হবে, নিয়মের মধ্যেই হবে।’ জানা গেছে ঈদের পর ১৮ থেকে ২০শে আগস্টের মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা হবে বিসিবির। সেখানে শুরুতেই প্রধান্য পাবে নতুন চুক্তির বিষয়গুলো। তবে শেখ সোহেল আবারো নিশ্চিত করেছেন, যারা এরই মধ্যে দলে ক্রিকেটার নিয়েছে সেটি তাদের ব্যক্তিগত বিষয়। এসব ব্যাপার বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল আমলে নেবে না। তিনি বলেন, ‘দেখেন আমি আবারো বলতে চাই যে, আমরা আলোচনা করবো নতুনভাবে কি হবে তা নিয়ে। কারা কোন ক্রিকেটার দলে নিলো সেটি নিয়ে নয়। কারণ এখন আমাদের সঙ্গে কোন ফ্র্যাঞ্চাইজি নেই। তারা যখন চুক্তিবদ্ধ হবে তখন একেবারেই নতুন করেই সব শুরু হবে।’
অন্যদিকে নতুন যে সব ফ্র্যাঞ্চাইজি দল নিতে চায় তাদের জন্যও বিপিএলের স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত নেয়া হবেনা বলেও জানান শেখ সোহেল। কারণ নতুন দল নিতে ইচ্ছুক অনেকেই চাইছে বিপিএলের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন। বিশেষ করে রিভিনিউ শেয়ারের প্রতিই তারা গুরুত্ব দিচ্ছে। এই দাবি অনেক পুরানো ফ্র্যাঞাইজিরও। এ নিয়ে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘দেখেন এখন আইপিএলের পরই বিপিএল। এখানে আমাদের সুনাম ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যারা দল নিয়েছে বা নেবে তারা ভালোভাবে জানে কী করতে হবে। কীভাবে লাভ করতে হবে। এটি লম্বা সময়ের বিষয়। হ্যা, আলোচনা হবে কিন্তু কেউ যদি অযৌক্তিক  কোন প্রস্তাব নিয়ে আসে তা আমরা কোনোভাবেই মানবো না।’
বারবার নিয়ম পরিবর্তনে বিরক্ত মুডি-মাহেলা

বিপিএলের বারবার নিয়ম পরিবর্তন নিয়ে সংবাদ মাধ্যমে বিরক্তি প্রকাশ করেছেন রংপুর রাইডার্সের তারকা কোচ টম মুডি ও খুলনা টাইটান্সের মাহেলা জয়াবর্ধনে। মুডি বলেন, ‘এটা শুধু ফ্র্যাঞ্চাইজি বা ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ না। ভক্তদের এ জন্যও এটা গুরুত্বপূর্ণ। কারণ তাদেরও তো জানতে হবে স্থানীয় বা আন্তর্জাতিক কোন ক্রিকেটারদের অনুসরণ করবে তারা। এটাই ফ্র্যাঞ্চাইজির বিশ্বস্ত ভক্ত সৃষ্টি হয়। যদি নিয়মিত ইচ্ছেমতো নিয়ম বদলে ফেলা হয়, তবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার মান নিয়ে প্রশ্ন উঠবে।’ জয়াবর্ধনে বলেন, ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, প্রতি বছর এবং টুর্নামেন্ট চলার সময়ই এভাবে নিয়ম বদলানো কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্যই ভালো না। বিশ্বের আর সব টুর্নামেন্টেই নিয়মগুলো ঠিক থাকে এবং সব ফ্র্যাঞ্চাইজি এ নিয়ে সন্তুষ্ট থাকে।’ বার বার নিয়ম পরিবর্তন ও নানা বিতর্ক বিপিএলের ইমেজ ক্ষতি করছে কিনা এমন প্রশ্নের জবাবে শেখ সোহেল বলেন, রংপুর বলেন আর খুলনা এখন তো তারা চুক্তিতেই নেই। তাদের কোচরা কি বলবে সেটি নিয়ে আমরা কোন আলোচনা করতে চাইনা। তবে হ্যা, আমরা এখন কোনো নিয়ম পরিবর্তন করিনি। এমন ছোট-খাটো পরিবর্তন আইপিএলেও হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status