খেলা

ইনস্টাগ্রামে এক পোস্টেই কোহলির আয় ১৬ লাখ টাকা!

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই ২০১৯, বুধবার, ৩:৩৫ পূর্বাহ্ন

২২ গজের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার দাপট সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবখানেই কোহলির লাখ লাখ ফলোয়ার। শুধু ইনস্টাগ্রামেই ৩৬ মিলিয়ন। ২০১৯ সালে ইনস্টাগ্রামের জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় কোহলির অবস্থান নবম। এক পোস্ট থেকেই তার আয় ১৫ হাজার ৮০০ বৃটিশ পাউন্ড। যা বাংলাদেশি টাকায় ১৬ লাখ ৭০ হাজারের চেয়েও বেশি।
তবে তালিকায় সবার উপরে আছেন জুভেন্টানের পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তৃতীয় স্থানে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চতুর্থ স্থানে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহাম। বেকহামের পর বাস্কেটবল তারকা লেবর্ন জেমস, বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার রোনালদিনহো, রিয়ালের ওয়েলস তারকা গ্যারেথ বেল, এলএ গ্যালাক্সি তারকা জøাতান ইব্রাহিমোভিচ, বিরাট কোহলি ও বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ রয়েছেন।
 রোনালদো এক পোস্ট থেকেই আয় করেন ৭ লাখ ৮০ হাজার বৃটিশ পাউন্ড। নেইমার ৫ লাখ ৮০ হাজার ও মেসি ৫ লাখ ২১ হাজার পাউন্ড আয় করেন এক পোস্ট থেকে। হপার এইচকিউ অ্যানালাইসিস ডাটাবেজের ওপর ভিত্তি করে তৈরি করা হয় ইনস্টাগ্রামের এই তালিকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status