অনলাইন

‘ছেলেধরা’ আতঙ্কে বিদ্যালয়ে উপস্থিতি কম

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

২৪ জুলাই ২০১৯, বুধবার, ১:৩৪ পূর্বাহ্ন

প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে ‘ছেলেধরা’ গুজব ও আতঙ্কে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। যারা আসছে, তাদের সঙ্গে  অভিভাবকরা রয়েছেন। সম্প্রতি ধামরাই সুয়াপুর প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অপহরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়া ‘ছেলেধরা’ গুজব ছড়িয়ে কৃঞ্চনগর গ্রামের ওমান প্রবাসী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পুরো ধামরাই জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, আদরের সন্তানদের স্কুলে পাঠিয়ে স্বস্তিতে থাকতে পারছেন না তারা।

জানা গেছে, ধামরাইয়ের সুয়াপুর গ্রামের আবদুর রাজ্জাক ওরফে টুন্ডা রাজ্জাক গত শনিবার সুয়াপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও সুয়াপুর গ্রামের মোবারক হোসেনের মেয়ে রাবেয়া এবং সুরুজ আলীর মেয়ে সানজিদাকে মজা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে মোটরসাইকেলে উঠিয়ে পাচার করার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা তাকে আটকিয়ে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।

এদিকে, ধামরাইয়ের কৃঞ্চনগর গ্রামের ফজল হকের ছেলে ওমান প্রবাসী আবুল কালাম (২৭) কে  গত রোববার রাত ১১টার দিকে বাড়িতে ডেকে নিয়ে ‘ছেলেধরা’ বলে পিটিয়ে হত্যা করা হয়। একই রাতে আঠিমাইটান গ্রামের শরিফুল ইসলামকেও হত্যা করা হয়। এসব পৃথক ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status