খেলা

দলবদল বাজারের হালচাল

স্পোর্টস রিপোর্টার

২৪ জুলাই ২০১৯, বুধবার, ৯:১৩ পূর্বাহ্ন

গ্রীষ্মকালীন দলবদলে ইতিমধ্যেই ক্লাব বদল করেছেন ইডেন হ্যাজার্ড, আতোয়ান গ্রিজম্যান, ম্যাথিয়াস ডি লিটের মতো আলোচিত ফুটবলাররা। ৩১শে আগস্ট উয়েফার ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আরো কয়েকটি চমকপ্রদ দলবদল দেখা যেতে পারে। অনেকে আবার বর্তমান ক্লাবের সঙ্গেই চুক্তি নবায়ন করতে পারেন। ইউরোপের শীর্ষ ৫ লীগের দলবদল হালচাল একটু দেখে নেয়া যাক।
এখনো ঠিক হয়নি নেইমারের ভবিষ্যৎ
স্পেন ও ফ্রান্সের বেশ কিছু সংবাদ মাধ্যম বলছে, ৯০ মিলিয়ন পাউন্ড ও দু’জন ফুটবলারের বিনিময়ে সাবেক ফুটবলার নেইমারকে ফেরাতে চায় বার্সেলোনা। তবে গত সপ্তাহে নেইমারের ক্লাব পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানান, বার্সার পক্ষ থেকে কোনো বাস্তবসম্মত প্রস্তাব পায়নি পিএসজি। আর ব্রাজিলিয়ান সুপারস্টারের ন্যু ক্যাম্পে ফেরা ‘কঠিন’ হবে বলে মনে করেন আতোয়ান গ্রিজম্যান। কিছুদিন আগে ১০৮ মিলিয়ন পাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দেয়া ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান বলেন, ‘নেইমারের দলবদলটা কঠিন। তবে ও দারুণ খেলোয়াড়। বেশ কয়েকটি ইনজুরির পরও সে অসাধারণ খেলছে।’
এমবাপ্পেকে আটকাতে পিএসজির
লোভনীয় প্রস্তাব
ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পের প্রতি আগ্রহ দেখিয়েছে ইংল্যান্ডের ধনী ক্লাব ম্যানচেস্টার সিটি। তাতে এমবাপ্পেকে হারানোর ভয় পেয়ে বসেছে তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। এমবাপ্পেকে আটকাতে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক দেয়ার প্রস্তুতি নিচ্ছে পিএসজি। বৃটিশ ট্যাবলয়েড দ্য সান বলছে, পিএসজির সঙ্গে নতুন ৫ বছরের চুক্তি করলে এমবাপ্পে সপ্তাহে সাড়ে ৯ লাখ ও বছরে ৫০ লাখ ইউরো করে পাবেন। আর ফরাসি লীগ ওয়ানের ইতিহাসে সবচেয়ে বেশি বেতনভুক্ত ফুটবলার হবেন এমবাপ্পে। বর্তমানে পিএসজির সবচেয়ে বেশি বেতনভুক্ত ফুটবলার ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার বাৎসরিক বেতন ৩০ মিলিয়ন ইউরো।
হামেসকে পেতে নাপোলি-অ্যাটলেটিকো লড়াই
কলম্বিয়ান প্লেমেকার হামেস রদ্রিগেজকে পেতে লড়াইয়ে নেমেছে ইতালিয়ান ক্লাব নাপোলি ও স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এ লড়াইয়ে এগিয়ে আছে অ্যাটলেটিকো। রিয়াল মাদ্রিদ থেকে গত ২ মৌসুম বায়ার্ন মিউনিখে খেলেছেন হামেস। তবে এবার রিয়ালের প্রাক-মৌসুমের প্রস্তুতি ক্যাম্পে অনুশীলন করতে দেখা গেছে তাকে। যদিও স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে, ২৮ বছর বয়সী হামেসকে রেখে দেয়ার কোনো উদ্দেশ্য নেই রিয়ালের। ৪০ মিলিয়ন ইউরো দিলেই কলম্বিয়ান প্লেমেকারকে ছেড়ে দেবে মাদ্রিদ জায়ান্টরা।
ম্যাগুয়ারের জন্য ৮০ মিলিয়ন পাউন্ড দিতেও রাজি ম্যানইউ
বৃটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্ট বলছে, লেস্টার সিটির ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাগুয়ারকে দলে ভেড়াতে ৮০ মিলিয়ন বৃটিশ পাউন্ড খরচ হবে ম্যানইউর। ফুটবল বিষয়ক ওয়েব পোর্টাল ব্লেচার রিপোর্টও একই দাবি করেছে। চুক্তি সম্পাদিত হলে ম্যাগুয়ার হবেন ইতিহাসের সবচেয়ে দামী সেন্টার-ব্যাক। ২৪ বছর বয়সী ম্যাগুয়ার ২০১৭ সাল থেকে লেস্টার সিটির জার্সিতে খেলছেন। ৬৯ ম্যাচে ৫টি গোল করেছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলেও নিয়মিত ম্যাগুয়ার। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে দারুণ একটি গোল করেছিলেন তিনি।
ইকার্দি-পেরিসিচ-নাইনগোলাকে ছেড়ে দিচ্ছে ইন্টার!
ইতালির গাজত্তো দেলো স্পোর্টস বলছে, আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দির সঙ্গে চুক্তি নবায়ন করছে না সিরি’আ জায়ান্ট ইন্টার মিলান। তাদের দাবি, ইকার্দির সঙ্গে ক্রোয়েশিয়ান উইঙ্গার ইভান পেরিসিচ ও বেলজিক মিডফিল্ডার রাদইয়া নাইনগোলানকেও ছেড়ে দেবে ইন্টার। তিনজনেরই বাজারমূল্য কমেছে। গত মৌসুমে ইকার্দির বাজারদর ছিল ১১০ মিলিয়ন ইউরো। সেটি কমে এখন ৬০ মিলিয়নে এসে ঠেকেছে। গত মৌসুমে পেরিসিচের মূল্য ছিল ৫০ মিলিয়ন ইউরো, এখন ৩০ মিলিয়ন। নাইনগোলানের দাম ৩৯ মিলিয়ন থেকে ১৫ মিলিয়নে নেমে গেছে। শোনা যাচ্ছে, ইকার্দি ও নাইনগোলানের দলবদলের জন্য চীনের ক্লাবের সঙ্গে কথা বলেছে ইন্টার কর্তৃপক্ষ।
এসি মিলানে যোগ দিতে যাচ্ছেন অ্যাঞ্জেল কোরেয়া
আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল কোরেয়ার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে এসি মিলান। গতকাল এসি মিলানের স্পোর্টস ডিরেক্টর ভনিমির বোভানের সঙ্গে অ্যাটলেটিকোর স্পোর্টস ডিরেক্টর আন্দ্রে বার্তার সাক্ষাৎ করার কথা। সবকিছু ঠিকঠাক হলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসছে দুই ক্লাবের পক্ষ থেকে।
সেই ফেকির নাম লেখালেন বেটিসে
গত ট্রান্সফার উইন্ডোতে লিভারপুলে প্রায় নাম লিখিয়েই ফেলেছিলেন ফরাসি ফুটবলার নাবিল ফেকির। কিন্তু শেষ মুহূর্তে দলবদলটা সম্পন্ন হয়নি। অলিম্পিক লিঁও তারকা ফেকির এবার যোগ দিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে। তাকে নিতে ১৭ মিলিয়ন বৃটিশ পাউন্ড খরচ হয়েছে বেটিসের। ২৬ বছর বয়সী ফেকির ইতিমধ্যেই ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status