অনলাইন

১৯ জেলার বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ রেড ক্রিসেন্ট সোসাইটির

স্টাফ রিপোর্টার

২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৫:৫৭ পূর্বাহ্ন

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১৯ জেলার বন্যার্ত জনগনকে মানবিক সহায়তায় কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্থ এসব এলাকার জনগনের মাঝে বিতরণ করা হচ্ছে শুকনা খাবার, নিত্যে প্রয়োজনীয় জিনিষাদি, হাইজিন পার্সেল, ফুড পার্সেল, তারপলিন, নগদ অর্থসহ বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী।  মঙ্গলবার সকাল থেকে গাইবান্ধা জেলার জুবুলি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বন্যার্তদের চিকিৎসা সেবা প্রদানে কাজ শুরু করেছে রেড ক্রিসেন্ট মেডিকেল টিম। প্রতিদিন সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত গড়ে ২০০ করে রোগী দেখা হবে বলে জানিয়েছেন মেডিকেল টিমের চিকিৎসকরা। মেডিকেল টিমের প্রধান জানান,শুধু রোগীর জন্য প্রেসক্রিপশন নয়, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হচ্ছে। এছাড়াও বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিষাদি বিতরণ করা হয়েছে।  সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্থ  ১৯ জেলার বন্যার্তদের জন্য জরুরী সহায়তা হিসেবে প্রথম পর্যায়ে প্রায় ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছে সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগ। এর মধ্যে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ১ হাজার পরিবারের মাঝে পরিবার প্রতি ৪,৪৫০ টাকা করে নগদ অর্থ বিতরণের জন্য ৪৫ লাখ টাকা এবং ৩৩ লাখ টাকা ত্রাণ সামগ্রী বিতরণের জন্য।  কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যার্তদের মাঝে নগদ বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। এদিকে, সংশ্লিষ্ট জেলার রেড ক্রিসেন্ট ইউনিটসমূহ বরাদ্দকৃত অর্থ দিয়ে স্থানীয়ভাবে ত্রাণ সামগ্রী কিনে ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, শুকনা খাবার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, ফুড প্যাকেজ (চাল,ডাল, চিনি, লবন, তেল, সুজি ও লবন), নিরাপদ পানি, পানির জেরিকেন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন বিতরণ অব্যাহত রয়েছে। ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো: বেলাল হোসেন জানান, অধিক ক্ষতিগ্রস্থ ৫টি জেলার ৫ হাজার পরিবারের মাঝে পরিবার প্রতি ৪,৪৫০ টাকা বিতরণ করা হবে। ডিজাস্টার রেসপন্স বিভাগ জানায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর,ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ এবং বিভিন্ন পার্টনার ন্যাশনাল সোসাইটির সহযোগিতায় বন্যা কবলিত জেলা রেড ক্রিসেন্ট ইউনিট বন্যার্তদের মাঝে  প্রতিদিনই এসব ত্রান সামগ্রী বিতরণ করছে। ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় সিরাজগঞ্জ ৫০০ পরিবার, নেত্রকোনা  ৫০০ পরিবার, জামালপুর ৭০০ ও সুনামগঞ্জ জেলার ৮০০ পরিবারসহ সর্বমোট ২৫০০ পরিবারের মাঝে পরিবার প্রতি শুকনা খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিষাদি,ফুড প্যাকেজ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হবে। এছাড়াও গাইবান্ধা, টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ জেলায় বানভাসি অসহায় এসব জনগনের মাঝে নিরাপদ পানি সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে। সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন,বন্যায় ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা প্রদানে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি রেড ক্রিসেন্টের মেডিকেল টিমও কাজ চালিয়ে যাচ্ছে। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য জরুরী সাড়া প্রদানকারী টিমসহ সকল কর্মকর্তাকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও, বন্যার ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের জন্য সোসাইটির মগবাজারস্থ জাতীয় সদর দপ্তরে কাজ করছে বিডিআরসিএস কন্ট্রোল রুম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status