খেলা

২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার

২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৩:৫৫ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে মূল সিরিজের আগে আজ একমাত্র প্রস্তুতি ম্যাচে লঙ্কান বোর্ড একাদশের মুখোমুখি হয় বাংলাদেশ ক্রিকেট দল। বোলিং ভালো হয়নি মোস্তাফিজ-রুবেলদের। তাদের এলোমেলো বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৮২ রান সংগ্রহ করে লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশ।  বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন সৌম্য সরকার ও রুবেল হোসেন। এছাড়া ১টি করে উইকেট পান তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন দানুশ শানাকা। এছাড়া ৫৬ রান আসে শেহান জয়াসুরিয়ার ব্যাট থেকে। এ প্রস্তুতি ম্যাচে দুই দলেরই ১৩ জন করে খেলোয়াড় খেলছেন। তবে ব্যাটিং ও বোলিং করতে পারবেন নির্দিষ্ট ১১ ক্রিকেটার। বাংলাদেশের স্কোয়াডে থাকা ১৪ জনের মধ্যে কেবল ফরহাদ রেজা নেই এ ম্যাচে।

আসছে শুক্রবার কলম্বোয় তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ২৮ ও ৩১শে জুলাই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status