দেশ বিদেশ

সিলেট বিভাগকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৪৭ পূর্বাহ্ন

বন্যাকবলিত সিলেট বিভাগকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটি। গতকাল বিকাল ৩টায় সংগঠনের সমবায় ভবন কার্যালয়ে পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ সিলেট জেলায় বন্যা দেখা দিয়েছে। বৃহত্তর সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যাকবলিত দুর্গত মানুষকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী, নিরাপদ আশ্রয় দেয়া এবং মেডিকেল টিম পাঠানোর আহ্বান জানানো হয়। সভায় সরকারিভাবে সিলেট বিভাগকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার দাবি জানানো হয়। সভায় সিলেট নগরের প্রধান প্রধান রাস্তা খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। তাই অবিলম্বে রাস্তা মেরামত কাজ দ্রুত সম্পাদনের জোর দাবি জানানো হয়। সভায় সিলেট বিভাগ জুড়ে ছেলেধরা সন্দেহে মানুষ ধরে মারার আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় সুরমা নদীর তীর সুরক্ষায় সিলেট সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান চালিয়ে নদীর তীরের বেদখলীয় ভূমি উদ্ধার করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। সভায় বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক মো. আবদুস সাত্তার, মাহবুবুর রহমান খালেদ, কেন্দ্রীয় সদস্য আবদুস সালাম, মো. মঈন উদ্দিন, কে এম বদরুল হাসান, মো. কয়েস আহমদ, কামিনী বৈদ্য, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, সদস্য মইনুল ইসলাম মামুন, মামুনুর রশীদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক লোকমান আহমদ হাকিম, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের নোমান, সাধারণ সম্পাদক সালেহ আহমদ নাইম, জাহেদ আহমদ, বিশিষ্ট আয়কর আইনজীবী ও পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল ইসলাম রিপন, মো. মকবুল হোসেন, মো. মাজহারুল হক লিটন, সৈয়দ আবদুল হামিদ, মো. ইশতিয়াক হোসেন মঞ্জু, আলহাজ রফিক আহমদ, কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা ফুলনাহার বেগম, মইনুল ইসলাম ও লিটন মিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status