বাংলারজমিন

‘মানুষকে ভালোবেসে রাজনীতি করুন কোনো অন্যায় অত্যাচার নয়’

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:১৭ পূর্বাহ্ন

এই জেলা আমার জেলা। নারায়ণগঞ্জকে কলুষিত করতে দেয়া হবে না। এখানে কোনো সন্ত্রাস নয়, কোনো অত্যাচার-অন্যায় নয়, কোনো জুুলুম নয়, কোনো মানুষ হত্যা নয়। মানুষকে ভালোবেসে রাজনীতি করুন। তারাই বিপদে আপনার পাশে এসে দাঁড়াবেন। অন্যান্য জেলার কাছে আমাদের মুখ দেখাতে লজ্জা লাগে। যারা এসব করে সেই ধরনের নেতা আমরা চাই না। আমরা কোনো সন্ত্রাস চাই না। আড়াইহাজারের লোকজন আড়াইহাজারে নেতৃত্ব দেবে, সোনারগাঁয়ের লোকজন সোনারগাঁয়ে নেতৃত্ব দেবে, রূপগঞ্জের লোকজন রূপগঞ্জে নেতৃত্ব দেবে আর নারায়ণগঞ্জের লোকজন নারায়ণগঞ্জে নেতৃত্ব দেবে। আমরা চাই না নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের মতো ঘটনা ঘটুক। আমরা চাই না ত্বকী হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটুক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এসএম মাজহারুল হক অডিটোরিয়ামে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন। থানা আওয়ামী লীগের সভাপতি শাহ্‌জালাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশীদ ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসানাত শহীদ মো. বাদল, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিঞা মুহাম্মদ আলাউদ্দিন, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরমেয়র আবদুল হালিম সিকদার, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দিপু প্রমুখ। এ সময় মেয়র আইভী তার বক্তব্যে আরো বলেন, কোনো দিন জনস্রোতের বিপক্ষে যাবে না। জনস্রোতের বিপক্ষে যাওয়া যায় না। আমরা কি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করছি। আমরা শেখ হাসিনার আদর্শের রাজনীতি করছি। নাকি আওয়ামী লীগের জয়জয়কার দেখে আওয়ামী লীগের রাজনীতি করছি। এখন আমরা সবাই আওয়ামী লীগের রাজনীতি করছি। এক সময় তারা অনেকেই ছিল না।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status