বাংলারজমিন

তালতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা ও লুটপাট, আহত ৩

তালতলী (বরগুনা) প্রতিনিধি

২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:১৬ পূর্বাহ্ন

তালতলীতে জমিজমার সীমানা নির্ধারণের জের ধরে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশু ও নারীসহ ৩ জন আহত হয়েছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফকিরহাট বাজার এলাকার আলতাফ হাওলাদার ও পার্শ্ববর্তী পনু খলিফার বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে পনু খলিফার পুত্র প্রিন্স-এর নেতৃত্বে ১০/১২ জন মিলে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে আলতাফ হাওলাদারের মেয়ে জামাইর ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে মাহিনুর (২৫) ও দেড় বছরের শিশুকন্যা মাহিয়া পার্শ্ববর্তী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তবে অন্য একজন রাবেয়া নামের নারীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে নগদ ৫০ হাজার টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status