বাংলারজমিন

বকশীগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ১৮ মামলার আসামি শিপন (৩২) নামে এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ভারতীয় সীমান্ত বকশীগঞ্জ উপজেলার ডুমুর তলা নামক স্থানে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত শিপন শেরপুর সদর উপজেলার মুন্সীরচর এলাকায় জালাল উদ্দিনের ছেলে। এর আগে গত রোববার রাতে জামালপুরের বকশীগঞ্জে নৌ ডাকাতির সময় স্থানীয় মানুষের হাতে ধরা পরে শিপন। পরে তাকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুবুল আলম জানান, দিনভর জিজ্ঞাসাবাদ শেষে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য শিপনকে নিয়ে প্রথমে সারমারা ও রামরামপুর যায় পুলিশ। ভোরের দিকে শিপনকে নিয়ে বকশীগঞ্জের কামালপুর ইউনিয়নের ডুমুরতলা নামক স্থানে আসার সঙ্গে সঙ্গে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় ৪ পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হয়। আহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান, এসআই রাজু আহাম্মেদ, কনেস্টেবল নকরেট ও কং মিজানুর রহমান। এ সময় ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, একটি মোটরসাইকেল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পালানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ হয় শিপন। পরে তাকে বকশীগঞ্জ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status