বাংলারজমিন

টুকরো খবর

২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

মাধবপুরে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:  মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এমরান প্রকাশ গোলাপ ডাকাতকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক শওকতের নেতৃত্বে একদল পুলিশ গতকাল ভোররাতে উপজেলার রামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। সে ওই গ্রামের টেনু মিয়ার ছেলে। থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর গ্রামের বাড়ি মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে ২১শে জুন রাতে ডাকাতি সংঘটিত হয়।

জয়পুরহাটে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার পুরানপুল ইউনিয়নের হালট্রি গ্রামে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে ওই ক্লিনিকের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। হালট্রি কমিউনিটি ক্লিনিক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুলশী চন্দ্র রায়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- পুরানাপুল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, ডা. এমএনএ আল মেহেদী, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায়, স্বাস্থ্য পরিদর্শক সাইদুল রহমান, সিএইচপি তন্ময় আহম্মেদ প্রমুখ।

মেহেরপুরে বিএনপির গণমিছিল
মেহেরপুর প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল শহরের বোস পাড়াস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

দৌলতপুরে সর্প দংশনে কৃষকের মৃত্যু
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: দৌলতপুরে সর্প দংশনে কালু মহলদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া হাসপাতালে তার মৃত্যু হয়। সে মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের জামাত মহলদারের ছেলে। নিহতের চাচাত ভাই সাইদুর রহমান জানান, রোববার দুপুর ১২টার দিকে বৈরাগীরচর মাঠে পাট কাটতে গেলে কৃষক কালু মহলদারকে বিষাক্ত সাপে দংশন করে। তাকে দ্রুত দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালু মহলদারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

আটোয়ারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল সকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত হলে এ মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ধামোর ইউনিয়নের যুগিকাটা ডাঙ্গী গ্রামের খন্দকার ফা-ইম (মহা আলম’র) ছেলে খন্দকার কামরুল ইসলাম (৩৫) পঞ্চগড় সদরের মাগুরা ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে তার বিধবা বোন কলি’র জমিতে কয়েকজন কৃষি শ্রমিক নিয়ে ধান রোপণ করতে যায়। গতকাল সকালে জমিতে ধান রোপণের সময় কামরুল ছাতা নিয়ে আইলে দাঁড়িয়ে ছিল। এ সময় প্রবল বৃষ্টিসহ প্রকট শব্দে বজ্রপাত হলে কামরুলের শরীর ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মুসা, ইসাসহ পাঁচ শ্রমিক অজ্ঞান হয়ে জমিতে পড়ে যায়। পাশের শ্রমিকরা এসে তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে শ্রমিকরা বাড়ি ফিরে আসে।

ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল বজ্রপাতে কামরুলের মৃত্যু নিশ্চিত করে বলেন, লাশ ঘটনাস্থল থেকে বাড়িতে এনে দাফনের করা হয়েছে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status