বাংলারজমিন

দু’গ্রুপের দ্বন্দ্ব নিরসনে ঝিনাইদহে পুলিশের শান্তি সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি

২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:০৯ পূর্বাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের দ্বন্দ্ব নিরসনে পুলিশের পক্ষ থেকে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর থানা পুলিশের আয়োজনে গত রোববার বিকালে জেসি মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি মিজানুর রহমান খান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেন, সদর থানার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিদ্দিকুর রহমান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ। উপস্থিত ছিলেন পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গনি লিটু, সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মিনা, দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক জোয়ার্দ্দার। এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, এই ইউনিয়নে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে যে বিবাদ চলে আসছে তা বন্ধ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। উভয় পক্ষ যদি চান তাহলেই এ বিরোধ মীমাংসা সম্ভব হবে। পুলিশ সুপার এলাকার চেয়ারম্যান ও মাতব্বরদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের পর থেকে যদি কেউ মারামারি বা বাড়ি-ঘর ভাঙচুর করেন অযথা মারামারিতে লিপ্ত হন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা যত বড় ক্ষমতা ধর ব্যক্তি হন না কেন। কোনোভাবেই এখানে মারামারি, বাড়িঘর ভাঙচুর করে সাধারণ মানুষের শান্তি নষ্ট করতে দেয়া হবে না। তাই আপনাদের উদ্দেশ্যে আবারো বলছি আপনারা সাবধান হয়ে যান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status