বাংলারজমিন

মুহিব্বুল্লাহ শাহিনের ডক্টরেট ডিগ্রি অর্জন

বরগুনা প্রতিনিধি

২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৮:৩৯ পূর্বাহ্ন

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মুহিব্বুল্লাহ শাহিনকে ন্যাশনাল ভার্চুয়াল ইউনিভার্সিটি ফর পিস এন্ড এডুকেশন সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
গত শনিবার ভারতের লক্ষ্মৌ সিটির হোটেল হিলটনে মুহিব্বুল্লাহর হাতে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেন দেশটির উত্তর প্রদেশ সরকারের আইনমন্ত্রী ব্রজেশ পথক। অনাড়ম্বর এই সমাবর্তন অনুষ্ঠানে বিশ্বের ১৫ জনকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। মুহিব্বুল্লাহ শাহিনের সামগ্রিক সামাজিক কাজে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল ভার্চুয়াল ইউনিভার্সিটি ফর পিস এন্ড এডুকেশন Honorary Doctorate in Social Welfare &‌ ServicesP প্রদান করা হয়। এই সম্মাননা বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অর্জন করলেন মুহিব্বুল্লাহ শাহিন।
তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status