খেলা

ট্রান্সফার :বার্সেলোনায় আসতে পারেন যারা

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই ২০১৯, সোমবার, ৫:৩৭ পূর্বাহ্ন

এরইমধ্যে প্রাক-মৌসুমের অনুশীলন শুরু করে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দলে যোগ দিতে শুরু করেছেন আরনেস্তো ভালভারদের শিষ্যরা। ট্রান্সফার মৌসুমও প্রায় শেষের দিকে চলে এসেছে। তবে এখনো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তাদের কাঙ্খিত সব খেলোয়াড়দের দলে ভেড়াতে পারেনি।

এখনো তাদের টার্গেটে আছে বেশ কয়েকজন খেলোয়াড়। যাদের মধ্যে আছে নেইমার জুনিয়র, লউতারো মার্টিনেজের মতো বড় নামও। এছাড়াও কিছু তরুণ আছে তাদের টার্গেটে। যাদের হয়তো সামনে বার্সার জার্সিতে দেখা যেতে পারে।
এদের মধ্যে সবার উপরে আছে নেইমার জুনিয়রের নাম। ইতোমধ্যেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন নেইমার। এ তারকার দিকে নজর আছে বার্সার। নেইমার রাজি তার আগের ক্লাবে ফিরতে। তবে পিএসজি এই তারকার জন্য আজব বায়না ধরেছে। শোনা যাচ্ছে বার্সা থেকে দুজন খেলোয়াড় ও ৪০ মিলিয়ন দিয়ে নেইমারকে আনার প্রচেষ্টা চলছে।
লউতারো মার্টিনেজও আসতে পারেন বার্সেলোনায়। মূলত নেইমারের বদলি হিসেবে তাকে চিন্তা করছে বার্সা। আর্জেন্টাইন এই উঠতি তারকা এখন খেলেন ইন্টার মিলানে। খুব শিগগিরই তার জন্য ১০০ মিলিয়নের প্রস্তাব দিতে পারে কাতালানরা।

জুনিয়র ফিরপো রিয়াল বেতিসের এই তরুণকে জর্দি আলবার ব্যাকআপ হিসেবে দলে চায় বার্সা। তবে ঝামেলা বেধেছে মেসি তাকে দলে চাচ্ছেন না। এর কারণ মেসিকে নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর পোস্ট দিয়েছিলেন।

রদ্রিগো মরেনোকে অনেকদিন ধরেই কেনার চেষ্টা করে আসছে বার্সা। তবে ভ্যালেন্সিয়া তাকে কোনোমতেই ছাড়তে রাজি নয়। শোনা যাচ্ছে এই ডিফেন্ডারকে যে কোনো মূল্যে দলে চাচ্ছে কাতালানরা।
এছাড়াও আর ফিলিপ লুইস, ক্রিস্টিয়ান স্তুয়ানি, রাফায়েল গুয়েইরো, ডেভিড আলাবা আছে বার্সার টার্গেটে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status