অনলাইন

‘পিটিয়ে হত্যা দেশের জন্য অশনি সংকেত’

তামান্না মোমিন খান

২২ জুলাই ২০১৯, সোমবার, ২:৫৮ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারেণেই মানুষ আজ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশের ওপর মানুষের আস্থা নেই। মানুষ যখন নিজে হাতে আইন তুলে নেয় তখন সেটা একটি দেশের জন্য অশনি সংকেত। যেভাবে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিরাপরাধ মানুষ মারা হচ্ছে এটা সমাজের বিরাট অবক্ষয়। সমাজে নিরাপদে বসবাস করাই কঠিন। যারাই আইন নিজের হতে তুলে নিবে তাদের কঠোর শাস্তি হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে, পুলিশ নিজেই আইন নিজের হাতে তুলে নিচ্ছে। বিচারের আগেই পুলিশের হেফাজতে আসামীকে ক্রসফায়ার বা কথিত বন্দুক যুদ্ধে মেরে ফেলা হচ্ছে। এখন মানুষও তাই করছে । সবার আগে বিচার বর্হিভূত হত্যা বন্ধ করতে হবে। এখনই শক্ত হাতে এসব দমন করা না হলে সামনে আরো খারাপ সময় আসবে। বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। মানুষকে বোঝাতে হবে তারা যেন আইন হাতে তুলে না নেয়। গণপিটুনিতে যারা অংশ নিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এদেরকে  খুনি হিসেবে বিচার করতে হবে। তা না হলে সমাজে এসব ঘটনা বাড়তেই থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status