খেলা

পাকিস্তান ক্রিকেটের সমস্যা দূর করে দেবো: ইমরান খান

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই ২০১৯, সোমবার, ২:১৭ পূর্বাহ্ন

পাকিস্তানের ক্রিকেট দলের যাবতীয় সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটার রোববার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় পাকিস্তানিদের উদ্দেশ্যে বলেন, ‘বিশ্বকাপের পরপরই পাকিস্তান ক্রিকেটের সব সমস্যা দূর করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির নামে অভিযোগের শেষ নেই। বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা দুর্নীতিবাজ, কোচ নিয়োগ থেকে শুরু করে খেলোয়াড় নির্বাচনে স্বজনপ্রীতির আশ্রয় নেন নির্বাচকরা। ওসব সমস্যার মূল্যোৎপাটন করে ইমরান খান আগামী বিশ্বকাপে একটি ভালো দল উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ১৯৯২ বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘আমার কথা মনে রাখবেন, আগামী বিশ্বকাপে একটা পেশাদার দল নিয়ে খেলবে পাকিস্তান। আমরা পুরো সিস্টেমটাকে ঢেলে সাজাবো। দলের জন্য সেরা ট্যালেন্টদের বাছাই করবো।’

ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পঞ্চম হয়ে শেষ করে পাকিস্তান। গুঞ্জন রয়েছে বিশ্বকাপ ব্যর্থতার দায়ে অধিনায়কত্ব হারাচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। কোচ মিকি আর্থারের সঙ্গেও নতুন চুক্তি করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বোর্ডের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে দেশটির কয়েকটি গণমাধ্যম বলছে, পাকিস্তান ক্রিকেট আমূল পরিবর্তন আসছে। পিসিবি নাকি তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা অধিনায়ক ও কোচিং স্টাফ নিয়োগের ব্যাপারে ভাবছে। তবে পাকিস্তান ক্রিকেট কমিটির অন্যতম সদস্য সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম আর্থারকে ছাঁটাই না করার পরামর্শ দিয়েছেন। তিনি সরফরাজের অধিনায়কত্ব বহাল রাখারও পক্ষে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status