বাংলারজমিন

নবীগঞ্জে দুর্গত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

২১ জুলাই ২০১৯, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে বন্যাকবলিত দীঘলবাঁক ও কুশিয়ারা ডাইক এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। গতকাল দুপুরে তিনি দুর্যোগকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সংসদ সদস্য শাহ নওয়াজ গাজী মিলাদ, পানি সম্পদ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ। এ ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, কুশিয়ারার ভাঙনরোধে ৫১৮ কোটি টাকার মেগা প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। ৭.৪ কিলোমিটার এলাকার উন্নয়নে ওই প্রজেক্ট বাস্তবায়ন হবে। এসময় মন্ত্রী বলেন, কুশিয়ারার শাখা নদী, নদীর চর, খাল ও বিল শ্রেণির ভূমি অবৈধভাবে দখলের ফলে পানি নিষ্কাশন হচ্ছেনা। ফলে বর্ষা মৌসুমে মারাতকভাবে জনপদ ও কৃষি জমি ক্ষতি গ্রস্থ হয়। নদী ও জলাশয়ের ড্রেজিং ছাড়াও অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান শুরু হবে। অবৈধ দখল উচ্ছেদ না হলে কোন প্রজেক্টেই সফলতা আসবে না। পানি বৃদ্ধিও সময়ে অবশ্যই নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। তা হলে শুকনো মওসুমেও কৃষকরা পানি সেচের সুবিধা পাবে। বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে নদীর ডাইক (বাঁধ)-এর সংস্কার কাজও পর্যবেক্ষণ করেন।




   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status