খেলা

‘ফাইনালের ফল ন্যায্য হয়নি’

স্পোর্টস ডেস্ক

২১ জুলাই ২০১৯, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

মূল ম্যাচ ও সুপার ওভার টাই হওয়ার পর বাউন্ডারিতে এগিয়ে থাকায় এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। তবে অনেকের মতোই ইংলিশ অধিনায়ক এউইন মরগান মনে করেন ফাইনালের ফল ন্যায্য হয়নি। বৃটিশ সংবাদমাধ্যম টাইমসকে মরগান বলেছেন, ‘দুই দলের মাঝে যখন তেমন কোনো পার্থক্য নেই তখন এ ধরনের ফল ন্যায্য বলে মনে করি না আমি। ফাইনাল ম্যাচে এমন কোনো মুহূর্ত আসেনি যখন আপনি বলতে পারবেন, ম্যাচটা ফসকে গেলো! আমি স্বাভাবিকই আছি। কী ঘটেছে তা মাঠে থেকেই দেখেছি। হ্যাঁ, শুরু থেকেই আমরা জয়ের যোগ্য দাবিদার ছিলাম। তবে এটি হজম করা সহজ হবে বলে মনে করি না।’
ফাইনাল শেষে কিউই অধিনায়ক কেন উইলিয়ামস বলেছিলেন, এমন ফল মানতে খুব কষ্ট হচ্ছে তার। দলের কোচ গ্যারি স্টিড বলেন, ট্রফিটা ভাগাভাগি করলেই ভালো হতো। মরগান বলেন, ‘কেনের (উইলিয়ামসন) সঙ্গে গত কয়েকদিন ধরেই কথা হচ্ছে। যৌক্তিকভাবে আমরা এ সিদ্ধান্তে আসতে পারিনি যে, কেউ ম্যাচে হাল ছেড়েছি।’
গত ১৪ই জুলাই লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডের ২৪১ রানের জবাবে টাই করে ইংল্যান্ড। এরপর সুপার ওভারে ইংলিশদের ১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও থামে ঠিক ১৫ রানে। মূল ম্যাচ ও সুপার ওভার মিলিয়ে ইংল্যান্ডের বাউন্ডারি বেশি ছিল। তাই আইসিসির নিয়মে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।  
এদিকে, বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানের অবসরের গুঞ্জন উঠেছে। তবে ৩২ বছর বয়সী এই আইরিশম্যান অবসরের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। মরগান বলেন, ‘আমি মনে করি, এ ব্যাপারে মন্তব্য করার সময় না এটা। কয়েক মাস যাক। এরপর ধীরে সুস্থে পরিবার ও সতীর্থদের উপস্থিতিতে আমি একটা সিদ্ধান্ত জানাবো।’ ইংল্যান্ড এখন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ১লা আগস্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status